জিওস্ট্রোফিক বায়ুপ্রবাহ (Geostrophic Wind)
ভূপৃষ্ঠ থেকে 450-900 মিটারের উর্ধ্বে মাঝে মাঝে এক প্রকার বায়ুপ্রবাহ দেখা যায় যা দুটি পাশাপাশি সমচাপরেখার মধ্যবর্তী অঞ্চলে সমচাপরেখার সমান্তরালে প্রবাহিত হয়। একে জিওস্ট্রোফিক বায়ু (geostrophic wind) বলে। প্রকৃতপক্ষে বায়ুচাপীয় ঢাল বল (pressure gradient force) উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ক্রিয়া করে এবং কোরিওলিস বল (coriolis force) নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপের দিকে ক্রিয়া করে। অর্থাৎ দুটি বল পরস্পরের বিপরীতে ক্রিয়া করে। এই দুয়ের মধ্যে সাম্যের ফলে জিওস্ট্রোফিক বায়ুপ্রবাহের উৎপত্তি অনুসারে করা হয়। জিওস্ট্রোফিক বায়ুর যে ধর্মগুলো লক্ষ করা যায় তা হল: 1. বস্তুর জিওস্ট্রোফিক প্রবাহ হল একটি আদর্শ অবস্থা, বাস্তবে যা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কিছুটা দেখা গেলেও ভূপৃষ্ঠের কাছাকাছি দেখা যায় না। 2. তাছাড়া নিম্ন অক্ষাংশে কোরিওলিস বলের মান খুবই কম হয়, ফলে বায়ুচাপীয় ঢাল বলের সঙ্গে প্রকৃত সাম্য সৃষ্টি হয় না। সেই কারণে নিম্ন অক্ষাংশে (0'-15) জিওস্ট্রোফিক বায়ুর ধারণা খুব একটা বাস্তবায়িত হতে পারে না। 3. জিওস্ট্রোফিক বায়ু সমচাপরেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হয়। তবে বাইস ব্যালট সূত্র অনুসারে (Buys Ballot Law) উত্তর গোলার্ধে এই ধরনের বায়ুপ্রবাহে নিম্নচাপ অঞ্চল সর্বদা বাম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে ডানদিকে থাকে।