উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন(Evolution of Plant Kingdom)
উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন (Evolution of plant kingdom) বলতে এককোষী সরল স্বভোজী থেকে বহুকোষী উদ্ভিদ এর বিবর্তনকে বোঝায়। সাধারণত সমাঙ্গদেহী (Thalophyte) উদ্ভিদগুলি দুটি ধারায় বিভক্ত- (1) ক্লোরোফিল যুক্ত শৈবাল যথা-ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা এবং (2) ক্লোরোফিল বিহীন ছত্রাক যথা-ইস্ট ও মিউকর। এরা আরও উন্নত ও অপেক্ষাকৃত জটিল উদ্ভিদের সৃষ্টি করে। এরা কান্ড এবং পাতায় বিভক্ত কিন্তু মূল ছিল না। এই ধরনের উদ্ভিদকে বলা হয়।
মসবর্গের উদ্ভিদ (Bryophyte) যেমন- পোগোনেটাম। অপেক্ষাকৃত উন্নত ও জটিল প্রকৃতির উদ্ভিদকে ফার্নবর্গের উদ্ভিদ (Pterydophyte) বলে, যেমন, ড্রায়োপ্টেরিস। কালক্রমে এই অপুষ্পক, ফার্ন জাতীয় উদ্ভিদ পরবর্তীকালে প্রথম সপুষ্পক উদ্ভিদের জন্ম দেয় (মেসোজোয়িক ও সিনজোয়িক মহাযুগে)। এদের ব্যক্তবীজী (Gymnosperm) বলে। যেমন-পাইনাস। পরবর্তীকালে, ব্যক্তবীজী থেকে উদ্ভিদের দেহে ফল না হওয়ায় বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, এদের গুপ্তবীজী (angiosperm) বলে। এটি অপেক্ষাকৃত জটিল ও উন্নতমানের। পরবর্তীকালে তা একবীজপত্রী যেমন ধান, এবং দ্বিবীজপত্রী যেমন আমের উৎপত্তি ঘটায়, এই ভাবেই সমগ্র উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন ঘটে।