কোনো ফলাফল পাওয়া যায়নি

    উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন(Evolution of Plant Kingdom)

    উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন(Evolution of Plant Kingdom)


    উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন (Evolution of plant kingdom) বলতে এককোষী সরল স্বভোজী থেকে বহুকোষী উদ্ভিদ এর বিবর্তনকে বোঝায়। সাধারণত সমাঙ্গদেহী (Thalophyte) উদ্ভিদগুলি দুটি ধারায় বিভক্ত- (1) ক্লোরোফিল যুক্ত শৈবাল যথা-ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা এবং (2) ক্লোরোফিল বিহীন ছত্রাক যথা-ইস্ট ও মিউকর। এরা আরও উন্নত ও অপেক্ষাকৃত জটিল উদ্ভিদের সৃষ্টি করে। এরা কান্ড এবং পাতায় বিভক্ত কিন্তু মূল ছিল না। এই ধরনের উদ্ভিদকে বলা হয়।

    মসবর্গের উদ্ভিদ (Bryophyte) যেমন- পোগোনেটাম। অপেক্ষাকৃত উন্নত ও জটিল প্রকৃতির উদ্ভিদকে ফার্নবর্গের উদ্ভিদ (Pterydophyte) বলে, যেমন, ড্রায়োপ্টেরিস। কালক্রমে এই অপুষ্পক, ফার্ন জাতীয় উদ্ভিদ পরবর্তীকালে প্রথম সপুষ্পক উদ্ভিদের জন্ম দেয় (মেসোজোয়িক ও সিনজোয়িক মহাযুগে)। এদের ব্যক্তবীজী (Gymnosperm) বলে। যেমন-পাইনাস। পরবর্তীকালে, ব্যক্তবীজী থেকে উদ্ভিদের দেহে ফল না হওয়ায় বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, এদের গুপ্তবীজী (angiosperm) বলে। এটি অপেক্ষাকৃত জটিল ও উন্নতমানের। পরবর্তীকালে তা একবীজপত্রী যেমন ধান, এবং দ্বিবীজপত্রী যেমন আমের উৎপত্তি ঘটায়, এই ভাবেই সমগ্র উদ্ভিদ রাজ্যের ক্রমবিবর্তন ঘটে।



    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال