welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বাস্তুসংস্থানিক পিরামিড (Ecological Pyramid)

বাস্তুসংস্থানিক পিরামিড (Ecological Ecological)


বিভিন্ন খাদ্যস্তরে মোট জীবভরের পরিমাণ এবং প্রথম থেকে সর্বোচ্চ খাদ্যস্তরে খাদ্যশক্তি প্রবাহের বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায় প্রথম খাদ্যন্তর থেকে ধাপে ধাপে সর্বোচ্চ খাদ্যস্তর পর্যন্ত জীবভরের পরিমাণ প্রজাতির সংখ্যা ও শক্তি সরবরাহ ক্রমশ হ্রাস পায়। পিরামিড যেমন ভূমি থেকে ওপরের দিকে ক্রমশ সংকীর্ণ হয় তেমনি বিভিন্ন খাদ্যস্তরের শক্তি প্রবাহও ধীরে ধীরে হ্রাস পায় বলে তাকে পিরামিডের সাথে তুলনা করা হয়। এই বাস্তুতান্ত্রিক পিরামিডকে তিনভাগে ভাগ করা যায়, যথা-(a) সংখ্যার পিরামিড (pyramid of number), (b) শক্তির পিরামিড (energy pyramid), (c) জীবভর পিরামিড (biomass pyramid)

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01