welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বাস্তুতান্ত্রিক কার্যক্ষমতা (Ecological Efficiency)

বাস্তুতান্ত্রিক কার্যক্ষমতা (Ecological Efficiency)


কোনো নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক পরিবেশের মধ্যে একটি জীবগোষ্ঠীর অভিযোজিত হবার ক্ষমতা বা দক্ষতাকে বলা হয় ecological efficiency। বিজ্ঞানী ডারউইন এই efficiency কেই Survival of the fittest (যোগ্যতমের উদ্বর্তন) বলে অভিহিত করেন। এর দ্বারা একটি নির্দিষ্ট জীবগোষ্ঠী বাস্তুতন্ত্রের অভ্যন্তরস্থ খাদ্যশৃঙ্খল বা খাদ্য জালিকার দ্বারা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত হতে পারে। এই দক্ষতা যত বৃদ্ধি পাবে একটি নির্দিষ্ট জীবগোষ্ঠী ও বাস্তুতান্ত্রিক পরিকাঠামোও তত অধিক পরিমাণে শক্তির উৎপাদন ও প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই অনেকের মতে বাস্তুতন্ত্রের একটি পুষ্টিত্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তির স্থানান্তর মাত্রাকেও বাস্তুতান্ত্রিক কার্যক্ষমতা বলে (a measure of the amount of in the biomass that is produced by one trophic level and in incorporated into the biomass prod used by the next trophic level.)। বিজ্ঞানী Odum-এর মতে "The ratios between energy blows at different points along the food chain"-কে Ecological Efficiency বলে। এর মান 5-20 শতাংশ পর্যন্ত হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে এই মান 10 শতাংশ হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01