বাস্তুতন্ত্রের গতিশীলতা (Dynamics of Ecosystem)
পৃথিবীর জীবমণ্ডলের প্রতিটি বাস্তুতন্ত্র হল গতিশীল (dynamic)। গতিশীলতাই হল বাস্তুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য। এই গতিশীলতার মূল উৎস হল সৌরশক্তি.
* শন্তির দুটি রূপ, যথা-স্থিতিশক্তি (potential energy) এবং গতিশক্তি (kinetic energy)। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিকে স্থৈতিক শক্তি বা রাসায়নিক শক্তিরূপে খাদ্যের মাধ্যমে আবন্ধ করে। এই শক্তি ক্রমান্বয়ে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক হয়ে সর্বোচ্চ খাদকে পৌঁছায়.
* আবার প্রত্যেক জীব শ্বসনকালে খাদ্যের স্থৈতিক শক্তির মুক্তি ঘটায়। অর্থাৎ স্থৈতিক শক্তি গতিশক্তি বা তাপ শস্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি জীবদেহের যাবতীয় জৈবিক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। উৎপাদক ও খাদকদের মৃত্যুর পর বিয়োজক কর্তৃক দেহ বিয়োজিত হওয়ার সময় শক্তি পুনরায় পরিবেশে বিলীন হয়ে যায়। এভাবে বাস্তুতন্ত্রে এক গতিপ্রবাহ বা প্রাণ প্রবাহের সৃষ্টি হয়।