welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বাস্তুতন্ত্রের গতিশীল সাম্যাবস্থা(Dynamic Equilibrium in Ecosystem)

বাস্তুতন্ত্রের গতিশীল সাম্যাবস্থা(Dynamic Equilibrium in Ecosystem)


বাস্তুতন্ত্রের জড় ও সজীব উপাদানের অবিরাম পরিবর্তন ঘটলেও যদি সময় সাপেক্ষে সমগ্র বাস্তুতন্ত্র অপরিবর্তিত থাকে, তখন তাকে বাস্তুতন্ত্রের গতিশীল সাম্যাবস্থা বলে।

বাস্তুতন্ত্র যদি সুস্থির হয়, তাহলে যে কোনো বাস্তুতন্ত্রে গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে, অপরদিকে বলা যায় যে কোনো গতিশীল সাম্যাবস্থায় বাস্তুতন্ত্র সুস্থির হবে, একটি সুস্থির বাস্তুতন্ত্রের নির্দিষ্ট কতকগুলি বৈশিষ্ট্য থাকে-

1. বছরের পর বছর বাস্তুতন্ত্রের মোট প্রজাতি অপরিবর্তিত থাকে;

2. বাস্তুতন্ত্রে প্রতি বছরই একই প্রজাতির উপস্থিতি দেখা যায়:

3. বছরের পর বছর প্রতিটি জীবের প্রজাতির সংখ্যা অপরিবর্তিত থাকে।

কোনো বাস্তুতন্ত্রের স্থিরতা এবং সুস্থিরতা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে।

1. জনসংখ্যা বৃদ্ধি এবং রোধকারী ক্রিয়ার ভারসাম্য: একটি বাস্তুতন্ত্রে জনসংখ্যা বৃদ্ধি সহায়ক (growth inducing) এবং জনসংখ্যা রোধকারী (growth reducing) ক্রিয়ার ভারসাম্যের ওপর কোনো একটি বাস্তুতন্ত্রের সুস্থিরতা নির্ভর করে। এই দুটি ক্রিয়া বিপরীতমুখী, এবং এই বিপরীতমুখী বলের অবিরত ক্রিয়ার ফলে জনসংখ্যার আকার অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির সহায়ক পদ্ধতিকে ধনাত্মক প্রত্যাবর্ত পদ্ধতি (positive feed back mechanism) এবং জনসংখ্যা রোধক পদ্ধতিকে ঋণাত্মক প্রত্যাবর্ত পদ্ধতি (negative feed back mechanism) বলা হয়।

2. পূর্বাবস্থায় ফিরে আসার সামর্থ্য (Power of Resilience): একটি বাস্তুতন্ত্রের জনসংখ্যা বৃদ্ধিকারী ও হ্রাসকারীবিভিন্ন উপাদানের পরিবর্তনের ফলে যদি তার ভারসাম্য বিঘ্নিত হয় এবং সেটি তার সহ্যসীমার মধ্যে থাকলে সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, পরিবর্তিত পরিবেশে বাস্তুতন্ত্রের পূর্বাবস্থায় ফিরে আসার সামর্থ্যের ওপর বাস্তুতেন্ত্রর স্থিরতা নির্ভর করে। একটি বাস্তুতন্ত্রের পূর্বাবস্থায় ফিরে আসার সামর্থ্য যত বেশি হবে, ওই বাস্তুতন্ত্রের স্থিরতা তত বেশি হবে।

3. প্রজাতির বৈচিত্র্য (Species Diversity): কোনো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা প্রজাতির বৈচিত্র্যের ওপর নির্ভর করে।বাস্তুতন্ত্রে বৈচিত্র্যের প্রজাতি যত বেশি হবে তার স্থিরতা তত বেশি হবে। উদাহরণ হিসাবে ক্রান্তীয় বৃষ্টির অরণ্যের কথা বলা যায়, যেখানে প্রজাতির বৈচিত্র্য সর্বাধিক, ফলে এইরূপ বাস্তুতন্ত্রে কৃত্রিম উপায়ে অস্থিরতার সৃষ্টি না করলে বাস্তুতন্ত্র চিরকাল সুস্থির থাকবে। আসলে এইসব বাস্তুতন্ত্রে এক জটিল খাদ্যজালিকা (food webs) থাকে বলে, কোনো প্রজাতির বিলুপ্তি ঘটলে ওই বাস্তুতন্ত্রের ওপর তেমন প্রভাব ফেলে না।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01