বিস্মৃতি বা বিশ্বরণ কী? কয়েকজন মনোবিদ প্রদত্ত বিশ্বরণের সংজ্ঞা দাও। বিশ্বরণের কারণগুলি আলোচনা করো।
উত্তর:
বিস্মৃতি বা বিস্মরণ
স্মৃতির অভাবকেই বিস্মৃতি বা বিশ্বরণ বলা হয়। বিস্মৃতি বা ভুলে যাওয়া হল মনে রাখার বিপরীত। স্মৃতি হল শিখন, সংরক্ষণ, মনে করা এবং জেলা এই কয়েকটি মানসিক প্রক্রিয়ার সম্মিলিত রূপ। এই জটিল ক্রিয়া কোনো কারণে ব্যাহত হলে বিস্মৃতি দেখা দেয়।
কয়েকজন মনোবিদ প্রদত্ত বিস্মরূপের সংজ্ঞা
বিস্মরণের কারণ
[1] চর্চার অভাব: অনভাসে বিদ্যাহ্লাস-কথাটি এক্ষেত্রে প্রযোাল। কোনো কিছু শেখার পর নীমাদিন তো না করলে তার বিশ্বরণ ঘটে।
[2]বিষয়বস্তুর প্রকৃতি: বিষয়বস্তুর প্রকৃতির ওপর মনে রাখা বা ভুলে যাওয়া অনেকখানি নির্ভর করে। এবিংহাউসের পরীক্ষা থেকে জানা যায়, অর্থহীন শব্দ তাজিকা, অর্থযুক্ত শব্দতালিকা, সম্পূর্ণ বাকা ইত্যাদি বিষয়বস্তুর মধ্যে অর্থহীন পদতালিকার ক্ষেত্রে বিশ্বরণের হার সবচেয়ে বেশি।
[3] শিখদের মাচা: প্রত্যেক বিষয় শেখার একটা যাত্রা আছে যেখানে পৌঁছোনে শিখন সম্পূর্ণ হয়। কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে শেখার পরেও যদি তো করা হয় তাহলে তাকে অতিশিখন বলা হয়। অভিশিখনের ক্ষেত্রে বিশ্বরণ কম ঘাটে।
[4] অবদমন: ফ্রয়েড বলেন, অবদমন হল বিশ্বরণের মূল কারণ। যা আমরা চাই না, যা অসামাজিক বা আমাদের কাছে অপ্রিয় তাকে আমরা অবদমন অর্থাদ, ভুলে যেতে চাই।
[5]পশ্চাৎমুখী প্রতিরোধ: কোনো বিষয় ভালোভাবে শেখার আগে যদি অন্য কোনো সদৃশ বিষয়বস্তু শিখতে যাই, তবে দ্বিতীয় বিষয়টি প্রথমে লেখা বিষয়টির কিছু অংশ ভুলিয়ে দেয়। এই মানসিক প্রক্রিয়াকে বলা হয় পশ্চাৎমুখী প্রতিরোধ। পশ্চাৎমুখী প্রতিরোধ বিশ্বরণের অন্যতম কারণ।
[6] নেশাকারক বন্ধু: দীর্ঘদিন ধরে নেশার বন্ধু ব্যবহারের ফলে মস্তিষ্কের পারপতি অস্পষ্ট হয়ে যায় এবং বিস্তৃতি ঘটে।
[7] আবেগজনিত প্রতিরোধ: তীব্র আবেগমূলক পরিস্থিতিতে খুব ভালো করে শেখা বিষয়গুলিকেও মনে করতে কষ্ট হয়। জয়, রাগ, পুঃখ, লজ্জা ইত্যাদি প্রঙ্কোড তীরমাত্রায় দেখা দিলে বিশ্বরণের মায়া বেড়ে যায়।
[৪] পরিবর্তিত পরিবেশ: যে পরিবেশে আমরা শিখে থাকি, সেই পরিবেশের বিভিন্ন উপাদানগুলি স্মরণে সহায়ক হয়। বাড়িতে ভালো করে তৈরি প্রশ্নোত্তর পরীক্ষার হলে আমরা অনেকসময় ভুলে যাই।
[9] আঘাতজনিত বিশ্বরণ: আমরা জানি, সংরক্ষণ নির্ভর করে মস্তিষ্কের ওপর। মস্তিষ্কে কোনো কারণে পুরুতর আঘাত লাগলে সাময়িকভাবে স্মৃতি নষ্ট হয়।
[10] তীব্র শোক: তাঁর শোকের ফলে বাক্তির স্মৃতি সম্পূর্ণ লোপ পায়। এই স্মৃতিলোপকে বলা হয় 'অ্যামনেশিয়া'।