welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়োম (Biome)

বায়োম (Biome)


* বায়োম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী F. E. Elements 1961 সালে। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী এতে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। বিজ্ঞানী সাইমনস (Simmons, 1982)-এর মতে বায়োম হল পরিবেশ প্রণালীর মধ্যে বৃহত্তম একক। উদ্ভিদ ও প্রাণী মাটি ও জলবায়ুর সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে বায়োম বলে।

* বিজ্ঞানী A. N. Straller and A. H. Straller (1976)-এর মতে ভূপৃষ্ঠের জীবনের ব্যাপ্তি ও প্রাণের বিকাশ অনুসারে যে একক বাস্তুতন্ত্রের মধ্যে জীববৈচিত্র্য সৃষ্টি করতে সাহায্য করে তাকে বায়োম বলে।

জীববিজ্ঞানী ক্যামবেল (N. A. Cambell, 1996)-এর মতে বায়োম হল পৃথিবীর বৃহৎ জীবসম্প্রদায় যাকে উদ্ভিদের প্রাধান্যের উপর বিভক্ত করা হয়ে থাকে এবং যেখানে নির্দিষ্ট জীবগোষ্ঠীর নির্দিষ্ট অভিযোজন লক্ষ করা যায় (the worlds major communities, classified according to the predominant vegetation and characterized by adoptations of organism to that particular environment.)

* ওইকিপডিয়ার (The free Encyclopedia) মতে বায়োম হল এক বৃহৎ বাস্তুতন্ত্র যা জলবায়ুগত ও ভৌগোলিকগতভাবে একই রকমের উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় এবং মাটিতে অণুজীবকে আশ্রয় দেয় (biome are climatically and geographically defined as similar climatic conditions on the earth, such as communities of plants, animals and soil organism and are often referred to as large ecosystem.)। পৃথিবীতে ৪টি প্রধান বায়োম মূলত জলবায়ু এবং উদ্ভিদের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এগুলি হল ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় সাভানা, মরুভূমি, চ্যাপার‍্যাল, নাতিশীতোয় পর্ণমোচী, তৈগা, তুন্দ্রা এবং তৃণভূমি।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01