অনাঞ্চলিক মাটি (Azonal Soil)
যেসব মাটিতে কোনো নির্দিষ্ট স্তরবিন্যাস নেই এবং স্তরায়ণের বা পরিলেখের বৈশিষ্ট্যগুলি এখনও গড়ে ওঠেনি তাকে অনাঞ্চলিক মাটি বলে (any group of soils without well developed profile characteristics is known as azonal soil.)। অনাঞ্চলিক মাটি তৈরি হয় ভূমিভাগের খাড়া ঢালের জন্য এবং প্রতি বছর নতুন উপকরণ সংযোজনের জন্য।
বৈশিষ্ট্য (Characteristics): (i) এই মাটি বয়সে নবীন। (ii) সাধারণত নদী হিমবাহ বা বাতাসের দ্বারা ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে এজাতীয় মাটির জন্ম দেয়। (iii) এক্ষেত্রে মাটির উৎস শিলা (parent rock) ওই অঞ্চলের শিলার থেকে আলাদা হয়। (iv) এইরূপ মাটিতে পরিলেখ গঠন অসম্পূর্ণ থাকে বলে একে অপরিণত মাটি (immature soil) বলে। (v) এক্ষেত্রে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের প্রভাব থাকে না।
উদাহরণ: পার্বত্য মাটি (mountain soil), পলিমাটি (alluvial soil), লোয়েস মাটি (loess soil) ইত্যাদি।