বায়ুমণ্ডল (Atmosphere)
ভুপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বায়ুমণ্ডল (atmosphere) বলে। বিখ্যাত প্রকৃতিবিদ W. G. Moore-এর মতে, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং যা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন হিলিয়াম এবং কতকগুলি দুষ্প্রাপ্য গ্যাসের মিশ্রণ এবং যাতে বিভিন্ন অনুপাতে জলীয় বাষ্প থাকে তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। (the envelope of air which surrounds the earth, coussting principally of the mixture of gases-mainly oxygen, nitrogen, carbon di-oxide, argon, hilium and other rare gases in dry air and a variable quantity of water vapour is called atmosphere.)। এই বায়ুমণ্ডল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শস্তির টানে পৃথিবীর গায়ে জড়িয়ে আছে এবং পৃথিবীর সঙ্গে আবর্তনও করছে। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10-000 কিমি পর্যন্ত ধরা হয়। কিন্তু পৃথিবীর 97 ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে 30 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত। বায়ুমণ্ডলকে উন্নতা ও বিভিন্ন উপাদানের তারতম্যের ভিত্তিতে কয়েকটি স্তরে বিভক্ত করা হয়েছে। পৃথিবীর এই বায়ুমণ্ডল তিনটি প্রধান উপাদান দ্বারা গঠিত যথা (1) গ্যাসীয় উপাদান (gasses element), যথা N₂, O2, CO2, Ar প্রভৃতি। (ii) জলীয় বাষ্প (water vapour), এবং (iii) ধূলিকণা (dust particles); যথা কার্বন কণা, ধোঁয়া, লবণ কণা ইত্যাদি।