ক্ষারীয় মাটি(Alkaline Soil)
যে মাটির কণাগুলিতে আকর্ষিত সোডিয়ামের পরিমাণ বেশি থাকে, তাকে ক্ষারীয় মাটি (alkaline soil) বলে। এই মাটিতে বিনিময়যোগ্য সোডিয়াম (Na') শতকরা 15 ভাগ থাকে এবং pH-এর মান হয় 8.5-এর বেশি। সোডিয়াম সহজেই ক্লে-কলয়েড থেকে ক্যালসিয়াম আয়নকে অপসারিত করে সোডিয়াম মিশ্রিত ক্লে-কণা গঠন করে। এই সোডিয়াম (Na) নিম্নবর্ণিত বিক্রিয়া অনুযায়ী আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়.
2Na+CO+2H₂O 2Na+2OH+H₂CO₃
এভাবে তৈরি OH আয়ন মাটির pH-কে বৃদ্ধি করে।
ক্ষার মাটি সৃষ্টির কারণগুলি হল নিম্নরূপ,
1. শুদ্ধ জলবায়ু (Dry Climate): পৃথিবীর যেসব স্থানে বৃষ্টিপাত খুব কম হয়, কিন্তু বাস্পীভবন বেশি সেখানে ক্ষারীয় মাটির সৃষ্টি হয়। কারণ কম বৃষ্টিপাত আবহবিকারে উৎপন্ন লবণকে ধৌত করার পক্ষে যথেষ্ট নয় আবার বর্ষার ক্ষারীয় লবণ মাটির নীচে প্রবেশ করলেও বেশিদূর যেতে পারে না এবং শুষ্ক ঋতুতে তা উঠে এসে পৃষ্ঠস্তরে জমা হয়।
2. দুর্বল জলনিকাশি ব্যবস্থা (Weak Drainage System): যেসব স্থানে মাটির জলনিকাশি ব্যবস্থা দুর্বল সেই সব স্থানে বেশি বৃষ্টির সময় ক্ষারীয় লবণ ওপরের স্তর থেকে ধুয়ে যায় এবং নিকাশি ব্যবস্থা বাধা পেলে সেগুলি নীচের স্তরে জমা হয়। পরে জল বাষ্পীভূত হলে মাটিতে ক্ষার পদার্থগুলি পড়ে থাকে। সাধারণত সমুদ্র সমতল থেকে কম উচ্চতা যুক্ত স্থানে এই মাটির সৃষ্টি হয়।
3. উচ্চ জলস্তর (High Water Level): শুষ্ক অঞ্চলের মাটির স্তরে যথেষ্ট পরিমাণ দ্রবণীয় লবণ থাকে। ভৌম জলস্তর যদি উচ্চ হয়, তাহলে কৈশিক প্রক্রিয়ায় অনেক পরিমাণ জল পৃষ্ঠস্তরে উঠে আসে এবং বাষ্পীভূত হয়ে ভূপৃষ্ঠে দ্রবণীয় লবণ ও ক্ষার পড়ে থাকে।
4. সমুদ্র জলের অনুপ্রবেশ (Infiltration of Sea Water): উপকূলীয় অঞ্চলে জোয়ার বা তুফানের সময় সমুদ্রের জল মূল ভূখণ্ডের বিস্তীর্ণ অঞ্চলকে লবণাক্ত করে তোলে।
5. মূল শিলাখণ্ড (Parent Rock): মাটি যে মূল শিলাখণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে সেই মূল শিলাখণ্ডটি যদি ক্ষারীয় লবণ সমৃদ্ধ হয় তাহলে তা থেকে সৃষ্ট মাটিও ক্ষারীয় হয়ে পড়ে।
6. রাসায়নিক সারের অতি ব্যবহার (More use of Chemical Fertilizer): সোডিয়াম, নাইট্রেট, বেসিক স্ল্যাগ প্রভৃতি ক্ষারীয় সারের ব্যবহারে মাটির ক্ষারকীয়তা বেড়ে যায়।
7. বায়ুবাহিত ক্ষারীয় লবণ সঞ্চয় (Alkaline Salt Deposit due to Wind): সমুদ্রের পার্শ্ববর্তী শুদ্ধ অঞ্চলে প্রচুর ক্ষারীয় লবণ বায়ু দ্বারা বাহিত হয়ে জমিতে সঞ্চিত হওয়ার ফলে ঐ মাটি ক্ষারীয় হয়ে ওঠে।
৪. অতিরিক্ত জলসেচ (Over Irrigation): শুদ্ধ অঞ্চলের ভৌমজল সাধারণত লবণাক্ত হয়। এই লবণ মিশ্রিত জল জমিতে সেচ দিলে মাটি লবণাক্ত হয়ে পড়ে।