মরু উদ্ভিদের অভিযোজন (Adaptation of Xerophytes)
উদ্ভিদ বিজ্ঞানী ওপেনহাইমারের মতে (Oppenheimer, 1960) যে সকল উদ্ভিদ পরিবেশের জলের অভাব সাফল্যের সাথে আয়ত্ত করার জন্য নিজেদের দেহের অঙ্গসংস্থান শারীরস্থান এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটিয়ে বসবাস করে তাদের মরু উদ্ভিদ (xerophytes) বলে।
A. অঙ্গস্থানিক বৈশিষ্টা (Morphological Features)
a. মূল (Roots)
(i) শুদ্ধ অঞ্চলের মাটিতে জলের অভাব থাকায় জলের জোগান সুনিশ্চিত করতে মরু উদ্ভিদের মূলগুলি সুগঠিত, প্রচুর শাখা প্রশাখা যুক্ত এবং মাটির গভীরে বিস্তৃত হয়।
(ii) প্রধান মূল সমন্বিত উদ্ভিদের মূলরোম (root hair) ও মূলত্রাণ (root cap) গঠিত।
b. কান্ড (Stem)
(i) বেশিরভাগ ক্ষেত্রে কান্ড খর্বাকার, কাষ্ঠল ও শক্ত। অনেক সময় পুরু ছাল দ্বারা আবৃত থাকে।
(ii) অনেক সময় পর্ণকান্ড লক্ষ করা যায়, যেমন: ফণিমনসা (Opuntia)। পর্ণকাণ্ড হল বহু পর্ব ও পর্বমালাযুক্ত রসালো কাণ্ড।
(iii) কান্ড সাধারণত রোম বা মোমের আস্তরণ দ্বারা আবৃত থাকে। ফণিমনসা জাতীয় উদ্ভিদে পাতাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টকে পরিণত হয়ে কান্ডে আটকানো থাকে। একে পত্রকণ্টক (Spine) বলা হয়।
(iv) কখনও কখনও সমগ্র কাণ্ডটি কাঁটায় রূপান্তরিত হয়, যেন বিলাতি মেহেন্দি (Duranta), ইউলেক্স (Ulex) ইত্যাদি।
(c) পত্র (Leaves)
(i) পাতাগুলি ক্ষুদ্র হয়, অনেক সময় পত্রকণ্টকে রূপান্তরিত হয়। যেমন ফণিমনসা (Opuntia)।
(ii) কখনো কখনো পাতাগুলি রসালো, পুরু এবং শাঁসাল ও শক্ত চামড়া সদৃশ হয়।
(iii) অনেক সময় মরু উদ্ভিদ পত্রহীন হয়। সেক্ষেত্রে কাণ্ড পাতায় পরিণত হয় এবং পাতার কাজ করে।
(iv) অনেক সময় পাতাগুলি ভাঁজযুক্ত হয়, ফলে পত্ররন্দ্রগুলি লুকিয়ে থেকে বাষ্পমোচনের হার কমায়। যেমন আমমোফিলা (smmophila arenota
(v) ইউফরবিয়া (Euphorbia), জিজাইফাস জুজবে (Zozyphus jujube) ইত্যাদির ক্ষেত্রে উপপত্রগুলি পত্রকণ্টকে রূপান্তরিত হয়।
B. শারীরস্থানিক বৈশিষ্ট্য (Anatomical Features)
উদ্ভিদ বিজ্ঞানী ডাবেনমায়ারের (Daubenmire, 1959) মতে যে সকল উদ্ভিদ নিম্নস্তরে 20 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায় তাদের মরু উদ্ভিদ বা শুদ্ধ অঞ্চলের উদ্ভিদ বলে (plants which grow on substrata that usually become depleted of growth water to a depth of at least 20 cm during a normal season.)। মরু পরিবেশে ওই সমস্ত উদ্ভিদের নিজেদের মানিয়ে নেওয়ার জন্য কতকগুলি শারীরস্থানিক অভিযোজন লক্ষ করা যায়।
a. মূল (Root)
(i) মধু উদ্ভিদের মূলরোম (root hair) এবং মূলত্রাণ (root cap) সুগঠিত।
(ii) মূল কখনো কখনো শাঁসালো (fleshy) এবং রসালো (juicy) প্রকৃতির হয়। যেমন শতমূলী।
(iii) অনেক মরু উদ্ভিদের মূল বেশ দৃঢ় এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। যেমন আকন্দ (Calotropis)।
b. কান্ড (Stem)
(i) অনেক মরু উদ্ভিদের কান্ডের অধঃস্তকে জল সঞ্চয়কারী কলা থাকে, সেই কারণে রসালো হয়। যেমন ভেলোজিয়েসি (Velloziaceae)
(ii) রসহীন উদ্ভিদের ত্বক কিউটিকল যুক্ত এবং কান্ড রোম বা মোম দ্বারা আবৃত থাকে।
(iii) এদের বহিস্তক সুগঠিত এবং পুরু প্রাচীর যুক্ত হয়। অধস্তক স্ক্লেরেনকাইমা কোশের স্তর বিশিষ্ট হয়।
(iv) সংবহন কলা সুগঠিত এবং বান্ডিল আবরণী দ্বারা আবৃত।
c. পত্র (Leave)
(i) এদের রসালো পাতায় মেসোফিল কণায় জল সঞ্চিত থাকে। যেমন ঘৃতকুমারী (Aloe)।
(ii) রসালবিহীন উদ্ভিদের পত্রত্বক পুরু কিউটিকলযুক্ত হয় এবং বহুস্তর যুক্ত হয়।
(iii) পত্ররন্দ্রগুলি পাতার নিম্ন ত্বকের গভীর অংশে অবস্থান করে এবং এগুলি সূক্ষ্ম রোম দ্বারা আবৃত থাকে।
(iv) সংবহন কলা সুগঠিত।