welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

মেসোফাইট উদ্ভিদের অভিযোজন(Adaptation of Mesophytes)

মেসোফাইট উদ্ভিদের অভিযোজন(Adaptation of Mesophytes)


যে সকল অঞ্চলে মাটিতে জলের পরিমাণ স্বাবাবিক অর্থাৎ খুব বেশি বা কুব কম নয় সেইরূপ পরিবেশে যে উদ্ভিদ জন্মায় তাকে মেসোফাইট (Mesophyte) বলে। এরা দীর্ঘকাল যেমন জলসিস্ত পরিবেশে বাঁচতে পারে না, তেমনি দীর্ঘদিন খরা সহ্য করতে পারে না। এরা সাধারণত অধিক বৃষ্টিপাত এবং নাতিশীতোয় জলবায়ু (temperate climate) পছন্দ করে। যেমন-আম (Magnifera Indico), জাম (Syzygium), কাঁঠাল (Artocarpus), বট (Ficus benghalensis) ইত্যাদি।

বৈশিষ্ট্য (Characteristics)

(i) এই শ্রেণির উদ্ভিদের মূল খুব সুগঠিত এবং কাণ্ডগুলি শাখা-প্রশাখা বিশিষ্ট।

(ii) পাতাগুলি বিভিন্ন আকৃতির হয়। কিনারা মসৃণ বা খণ্ডিত হয়ে থাকে তবে মোম দ্বারা আবৃত থাকে না।

(iii) ক্ষারধর্মী হিউমাস সমৃদ্ধ মাটি পছন্দ করে এবং লবণাক্ত মাটিকে সম্পূর্ণরূপে পরিহার করে।

অভিযোজন (Adaptation)

(i) মূল বিস্তৃত, দীর্ঘ এবং শাখা প্রশাখা যুক্ত। মূলের ব্যাস কিছুটা বায়বীয় ধরনের, মূলত্রাণ (root cap) ও মূলরোম (root hair) যুক্ত।

(ii) কাণ্ডগুলি বায়ব (acrial) কঠিন ও শাখা প্রশাখা যুক্ত।

(iii) পাতাগুলি সুগঠিত ও বড়ো। কান্ড ও পাতা কিউটিকলযুক্ত। বেশিভাগ ক্ষেত্রে পাতাগুলি বিষমপৃষ্ঠ।

(iv) পত্ররন্দ্রের সংখ্যা বেশি এবং সাধারণত পাতার নিম্নস্তকে অবস্থিত। পর্ণমোচী মেসোফাইটের পাতাগুলি পাতলা হয়, পক্ষান্তরে চিরহরিৎ মেসোফাইটের পাতাগুলি পুরু হয়।

(v) শীতকালে মাটি অনেকটা শারীরবৃত্তীয় শুষ্ক (physiologically dry) থাকায় মূলগুলি মাটি থেকে সহজভাবে দ্রাব (solutes) শোষণে সাহায্য করে না।

(vi) মেসোফিল কলায় পর্যাপ্ত পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকায় পাতাগুলি সবুজ হয়। তাছাড়া এদের স্তম্ভকলা ও সংবহন। কলা যথেষ্ট সুগঠিত হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01