জলজ উদ্ভিদের অভিযোজন(Adaptation of Hydrophytes)
যে সকল উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণ জলমাধ্যম পরিবেশে জন্মায় এবং এদের নিম্নভাগ অর্থাৎ মূল, রাইজোম ইত্যাদি জলে নিমজ্জিত থাকে তাকে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট (Hydrophytes) বলে। এরা খরা সহ্য করতে পারে না। অত্যধিক সিস্ত পরিবেশ এ জাতীয় উদ্ভিদের পক্ষে আদর্শ।
A. অলঙ্গস্থানিক বৈশিষ্ট্য (Morphological Feature)
(a) মূল (Roots)
(i) পর্যাপ্ত পরিমাণ জল পাওয়ার জন্য এদের মূলের কাজ গৌণ এবং কম গুরুত্বপূর্ণ। সেই কারণে মূলগুলি দুর্বল ও সুগঠিত হয় না।
(ii) কোনো কোনো উদ্ভিদ আবার মূলবিহীন, যেমন ঝাঁঝি (Ultricularia)। এক্ষেত্রে জলে নিমজ্জিত পাতাগুলো মূলের কাজ করে।
(iii) মূলগুলি সাধারণত মূলরোম (root hair) বিহীন এবং মূলত্রাণ (root cap) বিহীন।
(iv) মূলযুক্ত উদ্ভিদের মূলগুলি গুচ্ছাকার, অস্থানিক এবং দুর্বল প্রকৃতির।
(b) কাণ্ড (Stem)
(i) নিমজ্জিত জলজ উদ্ভিদের ক্ষেত্রে (যেমন-হাইড্রিলা-hydrilla), কান্ড দীর্ঘ ও স্পঞ্জের মতো নমনীয় হয়। কচুরিপানার কান্ড পুরু ও স্পঞ্জের মতো হয়। পদ্ম ও সালুকের কাণ্ড অনুভূমিকভাবে মাটির নীচে বর্ধিত হয়ে গ্রন্থিকন্দ উৎপন্ন করে।
ii) ক্ষুদিপাসার (Lemna) তাম্বুলাকার ও ছত্রবন্ধ বিষমপৃষ্ঠ পাতাগুলি এদের ভাসমান অবস্থায় রাখে। (
(iii) বেশিরভাগ ক্ষেত্রে জলজ উদ্ভিদের অলাজজনন সম্পন্ন হয়। তাই এরা বহুবর্ষজীবী।
(iv) ঝাঁঝি (Ultricularia) জাতীয় কিছু কিছু জলজ উদ্ভিদের শীতকালীন মুকুল (Winter buds) দেখা যায়, গ্রীষ্মের আবির্ভাবে এগুলি অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়।
(c) পাতা (Leave)
10 নিমজ্জিত জলজ উদ্ভিদের পাতাগুলি (ঝাঁঝি, হাইড্রিলা) ক্ষুদ্রাকার ও সরু সরু ভাগে বিভক্ত। পাতা শ্যাওলার (Vallisneria) ক্ষেত্রে পাতাগুলি আবার লম্বা ফিতাকৃমির ন্যায়।
(i) ভাসমান জলজ উদ্ভিদের (পদ্ম, শালুক) পাতাগুলি বড়ো, গোলাকার ও চ্যাপটা ধরনের হয়। পাতার উপরিতল মোমের প্রলেপযুক্ত।
(ii) র্যানান কিউলাস (Ranunculus), স্যাজিটারিয়া (Sagitria) ইত্যাদি উদ্ভিদের বিবিধপত্রী (Heterophylly) লক্ষ করা যায়।
(d) ফল ও বীজ (Flower and Seed)
(i) নিমজ্জিত উদ্ভিদের ফল ও বীজ অল্প পরিমাণে হয়। যে সব ক্ষেত্রে ফুল উৎপন্ন হয় তাদের সাধারণত বীজ হয় না। পরাগযোগ এবং ফল ও বীজের বিস্তার বাহক জল দ্বারা ঘটে।
(ii) হাইড্রিলা (Hydrilla), পাতা শ্যাওলা (Vallisneria) ইত্যাদির ক্ষেত্রে জলের সাহায্যে স্ব-পরাগযোগ দেখা যায়।