welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জলবায়ু নিয়ন্ত্রণে জেট প্রবাহের গুরুত্ব(Significance of Jet Stream on Climate Control)

জলবায়ু নিয়ন্ত্রণে জেট প্রবাহের গুরুত্ব(Significance of Jet Stream on Climate Control)


জলবায়ু নিয়ন্ত্রণে জেট বায়ুপ্রবাহ বিশেষ ভূমিকা গ্রহণ করে, সেগুলি নীচে আলোচনা করা হল।

পূবালি ক্রান্তীয় জেট প্রবাহ (Easterly Jet Stream) কেবলমাত্র উত্তর গোলার্ধে দেখা যায় এবং এর অবস্থান অধিকাংশ সময়ে ভারত মহাসাগরের উপর থাকে। সেই কারণে ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন কিংবা প্রত্যাবর্তন অনেকাংশে নির্ভর করে ওই জেট প্রবাহের উপর।

জেট বায়ুর অবস্থান এবং প্রকৃতি ঘূর্ণবাতের পক্ষে বিশেষ করে বায়ুপ্রাচীরের উৎপত্তির ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ। ঘূর্ণবাতগুলির প্রবাহপথ এবং তীব্রতা জেট প্রবাহ দ্বারা ব্যাখ্যা করা যায়। সাধারণত জেট প্রবাহ তরঙ্গ আকারে (sine curve) প্রবাহিত হয়। এই তরঙ্গের অধোভঙ্গের (trough) পূর্ববাহুর তলার ঘূর্ণবাতের প্রকোপ লক্ষ করা যায়। টর্নেডোর উৎপত্তিও জেট বায়ুর প্রভাবে ঘটে থাকে।

কখনো কখনো জেট প্রবাহ ট্রপোপজ অতিক্রম করে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং মেঘবিহীন ওই অংশে জেট প্রবাহের থেকে সঞ্চারিত সামান্য জলীয় বাষ্পের দ্বারা সিরাস (cirrus) মেঘের সৃষ্টি হয়। জেট প্রবাহ আরও উর্ধ্বে উঠলে জলীয় বাষ্পের অনুপ্রবেশ ঘটিয়ে Noctilucent মেঘের জন্ম দেয়।

মেরু প্রাচীর সংলগ্ন অঞ্চলে গঠিত নিম্নচাপ কিংবা উচ্চচাপের ক্ষেত্রে জেটপ্রবাহের গভীর সম্পর্ক বিদ্যমান। সাধারণ জেটপ্রবাহ উচ্চ কেন্দ্রবিমুখ (disvergence) বায়ুর ক্ষেত্রে ঘূর্ণবাত এবং কেন্দ্রাতিগ (convergence) বায়ুর ক্ষেত্রে প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি করে।

এ জেটপ্রবাহ অক্ষাংশগত উত্তাপ ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01