welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

স্থানীয় বায়ু(Local Wind)

স্থানীয় বায়ু(Local Wind)


ভূপ্রকৃতি, মাটি উদ্ভিদ প্রভৃতির তারতম্যজনিত কারণে বায়ুর উদ্বুতা ও চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকেই স্থানীয় বায়ু (local wind) বলে। এই প্রকার বায়ুর পরিসর কম হলেও স্থানীয় আবহাওয়ায় ও জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

বায়ুর প্রকৃতি অনুসারে স্থানীয় বায়ু দু'প্রকার- (i) উত্তু স্থানীয় বায়ু (Warm local wind)। এবং (৪) শীতল স্থানীয় বায়ু (Cold local wind) আল্পস পার্বত্য অঞ্চলে ফন, রকি পার্বত্য অঞ্চলের চিনুক, ভারতের লু, সাহারার সিরোক্কো ও খামসিন প্রভৃতি উয় স্থানীয় বায়ুর উদাহরণ। ফ্রান্সের মিন্ট্রাল, অ্যাড্রিয়াটিক উপকূলের বোরা, পম্পাস তৃণভূমির পম্পেরো প্রভৃতি শীতল স্থানীয় বাবুর উদাহরণ।

A. উষ্ণ স্থানীয় বায়ুর উৎপত্তির কারণ (Causes of Origin of Warm Local Wind) (a) চিনুক উৎপত্তি হওয়ার উল্লেখযোগ্য কারণ হল-(i) স্থানীয় বায়ুর চাপ ও তাপের বিশাল পার্থক্য; (ii) ঐ অঞ্চলে 20 মিনিটে 20℃ উন্নতা বেড়ে যায়; (iii) বায়ু শুদ্ধ ও কম আর্দ্রতাযুক্ত হয়।

(b) লু-বায়ুর উৎপত্তি হবার উল্লেখযোগ্য কারণ হল- (1) অত্যধিক উদ্ভতার (45°C-48°C) জন্য নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি;

(ii) উত্তর পশ্চিম ভারতের মরু ভূ-প্রকৃতি।

(c) ফন বায়ুর উৎপত্তি হবার উল্লেখযোগ্য কারণ হল- (i) স্থানীয় উয়তা 10°-20°C; (ii) আত্মস পর্বতের ঢাল বেয়ে উয় বায়ুর উপত্যকার মাঝে ঢুকে পড়া।

B. শীতল স্থানীয় বায়ুর উৎপত্তি কারণ (Causes of Origin of Cold Local Wind): (a) মিস্ট্রাল বায়ুর উৎপত্তির কারণ হল-(i) স্থানীয় অত্যধিক শীতলতার জন্য এই বায়ু উৎপত্তি হয়; (ii) শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ঘূর্ণবাত এই বায়ু সৃষ্টির জন্য কিছুটা দায়ী।

(b) বোরা বায়ুর উৎপত্তির কারণ: (i) শীতকালে আড্রিয়াটিক উপকূলে শুকনো ঠান্ডা ঝোড়ো বাতাস প্রবাহ: (i) মধ্য ইউরোপ উচ্চচাপ এবং ভূমধ্যসাগরে নিম্নচাপ কেন্দ্রের উপস্থিতি .

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01