welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: নদী(Landform Developing Process: River)

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া: নদী(Landform Developing Process: River)


নদীর ধারণা (Concept of River)

যে সমস্ত প্রাকৃতিক কিংবা স্বাভাবিক জলধারা পৃষ্ঠের কোনো জলের উৎস থেকে উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসারে উচ্চভূমি থেকে বহুদূর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর সেই জলধারা যখন কোনো হ্রদ বা কোনো জলধার কিংবা সাগর বা মহাসাগরে পতিত হয় বা মিলিত হয় তাকে নদী বলে।

সাধারণত পার্বত্য অঞ্চল কিংবা উচ্চ জলধারা যখন নিম্নদিকে প্রবাহিত হয়ে সমতল ভূমির উপরদিকে সাগরে মিলিত হয়, তখন তাকে নদী বলে।বিখ্যাত ভূ-বিজ্ঞানী এম. মরিসাওয়ার-এর মতে, কোনো পাতের মধ্য দিয়ে প্রবাহিত জলধারাকে নদী বলে (A stream may be defined as a channelised flow of water.)|

ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত যে জলধারা বৃষ্টির জল বা তুষার ঢাল জলে পুষ্ট হয়ে কোনো সমুদ্র বা হ্রদে বা অন্য কোনো জলধারায় মিলিত হয় তখন তাকে নদী বলে।

আর এক বিখ্যাত ভূ-বিজ্ঞানী Jackice Smith মনে করেন যে, স্বাভাবিকভাবে সমস্ত নদী খাতের মধ্য দিয়ে নিম্ন ঢালের দিকে প্রবাহিত এবং সমুদ্র হ্রদ বা অন্য কোনো নদীতে পতিত এই বৃহৎ বিশুদ্ধ জলের ধারাকে নদী বলে (A river is a large stream of fresh water flowing down hill within a channel to enter another river or a lake or sea.)

নদীর কার্য (Works of River)

ভূমিরূপ পরিবর্তনে যে সমস্ত প্রাকৃতিক শক্তি দায়ী, তার মধ্যে উল্লেখযোগ্য হল জল এবং এই জলপ্রবাহের মাধ্যম হল নদী।ভূপৃষ্ঠের উপর প্রবাহিত মোট জলের সামান্য পরিমাণই নদীর মাধ্যমে প্রবাহিত হয়। তবুও নদীর জলের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির ভূপ্রাকৃতিক গঠন এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। নদী বিভিন্নভাবে ক্ষয় করে এবং ক্ষয় করার পরে শিলাখণ্ড, নুড়ি, বালি প্রভৃতিকে বহন করে। সেই সমস্ত পরিবাহিত পদার্থগুলিকে সঞ্চয় করে ভূমিরূপের পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে নদী। এদের একসঙ্গো নদীর কাজ বলে। ভূপৃষ্ঠের প্রায় 73% অংশে জলপ্রবাহের প্রধান মাধ্যম রূপে নদনদীর বিকাশ হয়েছে। সমগ্র পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশে মোট জলপ্রবাহের পরিমাণ 37%।

উৎস থেকে মোহনা পর্যন্ত যে কোনো নদী তার বিভিন্ন গতিপথে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। নদীর ক্ষমতা দ্বারা ভূমিরূপের পরিবর্তনাকে নদীর কাজ বলা হয়। নদীর এই কাজ নদীর ক্ষমতার ওপর গভীরভাবে নির্ভরশীল। নদীর ক্ষমতা যেসব বিষয়ের ওপর নির্ভর করে সেগুলি হল-ভূমির গঠন, জলের পরিমাণ এবং তার গতিবেগ। উৎস থেকে মোহনা পর্যন্ত যেমন নদীর ঢাল একই থাকে না। ফলে জলের বেগও একই থাকে না। আবার ঋতুভেদে জলের পরিমাণের পরিবর্তন লক্ষ করা যায়।

অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা মিলিত হয়ে নদী সৃষ্টি করে। আবার হিমবাহের গলন কিংবা প্রস্রবণ থেকে নদীর সৃষ্টি হতে পারে। জলধারা ভূমিভাগকে ক্ষয় করে সেই ক্ষয়প্রাপ্ত পদার্থসহ অন্যান্য পদার্থগুলিকে উচ্চ ভূমিভাগ থেকে বয়ে এনে বেশির ভাগ ক্ষেত্রে সাগরে নিক্ষেপ করে কিন্তু সমস্ত নদীর মোহনা সাগরে হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01