কোনো ফলাফল পাওয়া যায়নি

    কেন্দ্রমণ্ডল (Core or Centroshpere)

    কেন্দ্রমণ্ডল (Core or Centroshpere)


    ভূ-অভ্যন্তরে 2900 কিমি গভীরতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অর্থাৎ 6370 কিমি পর্যন্ত বিস্তৃত এই অংশটি হল পৃথিবীর কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3486 কিমি জুড়ে যে ভারী ও ঘন পদার্থের স্তর রয়েছে তাকে কেন্দ্রমণ্ডল বলে। এটি সমগ্র পৃথিবীর ভরের প্রায় 32.5 অংশ এবং আয়তনে 16.20 শতাংশ অধিকার করে রয়েছে। এই স্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি হল-

    এই স্তরের সীমানা বরাবর ও 5 তরঙ্গের সর্বাধিক গতিবিক্ষেপ ঘটে। বিযুক্তিতল বরাবর তরঙ্গের গতিবেগ হঠাৎ কমে যায় অর্থাৎ 13.7 কিমি/সেকেন্ড থেকে কমে গিয়ে দাঁড়ায় 8.4 কিমি/সেকেন্ড আসে। সেইসঙ্গে ১ তরঙ্গ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়.

    1. গঠন (Structure): লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ভারী ও ঘন পদার্থের সমন্বয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। এদের মধ্যে নিকেল (Ni) ও লোহার পরিমাণ বেশি থাকে বলে একে সংক্ষেপে নিফে (Nife) বলে। এছাড়া বিজ্ঞানীদের অনুমান এই স্তরে সিলিকন (Si), কার্বন (C), গন্ধক (S) এবং ম্যাগনেসিয়াম (Mg) ঘনীভূত অবস্থায় রয়েছে।

    2. তাপমাত্রা (Temperature): এই স্তরের তাপমাত্রা খুব বেশি। বিজ্ঞানীদের অনুমান পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 5430°C, যা সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রার প্রায় সমান এবং বাইরের দিকে তাপমাত্রা ক্রমশ কমে 4000℃ থেকে 4400°C-এর কাছাকাছি থাকে.

    3. ঘনত্ব (Density): এই স্তরে সমস্ত ভারী মৌল থাকার ফলে ঘনত্ব যথেষ্ট বেশি নয়। এই স্তরে গড় ঘনত্ব 10-10.6 প্রোয় সেমি। অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলে ঘনত্বের পার্থক্য লক্ষ করা যায় বহিঃকেন্দ্রমন্ডলের ঘনত্ব প্রায় 9.9-12.2 প্রায়/খন সেমি এবং অন্তঃকেন্দ্রমন্ডলের ঘনত্ব প্রায় 12.8-13.1 গ্রাম/ঘন সেমি। অর্থাৎ এই অংশ জলের থেকে 10-13 গুণ ভারী।

    4. চাপ (Pressure): এই স্তরে গড় চাপের পরিমাণ প্রায় 3680 কিলোবার। কেন্দ্রমন্ডলের নীচের অংশে অর্থাৎ কেন্দ্রের কাছাকাছি এই চাপ বেড়ে হয় প্রায় 3700 কিলোবার এবং বাইরের অংশে প্রায় 3340 কিলোবারের কাছাকাছি পৌঁছায়।

    5. উপবিভাগ (Sub-Types): কেন্দ্রমণ্ডলের দুটি অংশ যথা অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল।

    (A) অন্তঃগুরুমণ্ডল (Inner Core): এই অংশ পৃথিবীর কেন্দ্র থেকে 1220 কিমি ব্যাসার্ধের মধ্যে রয়েছে। অর্থাৎ এর বিস্তার 5150-6370 কিমির মধ্যে। এটি সমগ্র পৃথিবীর ভরের 1.7 শতাংশ অধিকার করে আছে। এই স্তরে ? তরঙ্গ অত্যন্ত দ্রুত বেগে অতিক্রম করে। সেইজন্য বিজ্ঞানীদের অনুমান এটি এখনও কঠিন অবস্থায় রয়েছে।

    (B) বহিঃগুৰুমণ্ডল (Outer Core): কেন্দ্রমণ্ডলের বাইরের 2240 কিমি অংশকে বহিঃকেন্দ্রমণ্ডল বলে। এটি 2890 থেকে5150 কিমি পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানীদের অনুমান ১ তরঙ্গ এই অংশে প্রবেশ করতে পারে না বলে এটি এখনও তরল অবস্থায় রয়েছে। এই অংশের ঘনত্ব সর্বাধিক প্রায় 13 গ্রাম/ঘন সেমি এবং এটি পৃথিবীর ভরের 30.৪ শতাংশ অধিকার করে আছে। এখানে লোহা (Fe) ও নিকেল (Ni) ঘনীভূত অবস্থায় রয়েছে


    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال