অন্তর্ভুক্ত বা অন্তঃস্থ বা অন্তবর্তী কোণ নির্ণয়(computation of included angle)

Alborigato

অন্তর্ভুক্ত বা অন্তঃস্থ বা অন্তবর্তী কোণ নির্ণয়(computation of included angle)



কোনো বন্ধ ট্র্যাভার্সের জরিপ ঘড়ির কাঁটার দিকে (clock-wise) আবার ঘড়ির কাঁটার বিপরীতে (anti-clock wise) করা হয়ে থাকে। নিম্নে দুটি ক্ষেত্রে দুটি আলাদা সূত্র প্রয়োগ করা হল-

ঘড়ির কাঁটার দিকে (clock-wise)

(1)যে কোনো স্টেশনের সাপেক্ষে অন্তবর্তী কোণ পশ্চাৎবর্তী লাইনের পশ্চাৎ বিয়ারিং অগ্রবর্তী লাইনের সম্মুখ বিয়ারিং।

(2)কোনো রেখার সম্মুখ বিয়ারিং থেকে এর আগের পশ্চাৎ বিয়ারিং বিয়োগ করতে হবে।

(3)সম্মুখ বিয়ারিং-এর চেয়ে পশ্চাৎ বিয়ারিং বড়ো হলে বিয়োগ করার আগে সম্মুখ বিয়ারিং-এর সাথে 360 ^ 0 যোগ করতে হবে।

( 4)এরপর যদি বিয়োগফল 180 ^ 0 - বেশি হয়, বিয়োগফল থেকে 180 ^ 0 বিয়োগ করতে হবে। ওই বিয়োগ ফলটি হবে অন্তঃস্থ কোণ। এই নিয়ম অনুসারে প্রতিটি ট্র্যাভার্স-এর বাহু সংখ্যা যাই হোক না কেন অন্তঃস্থ কোণ হিসাব এইভাবে করতে হবে।

ঘড়ির কাঁটার বিপরীত দিকে (anti clock-wise):

① কোনো রেখার সম্মুখ বিয়ারিং থেকে এর আগের পশ্চাৎ বিয়ারিং বিয়োগ করতে হবে।

② সম্মুখ বিয়ারিং-এর চেয়ে পশ্চাৎ বিয়ারিং বড়ো হলে বিয়োগ করার আগে সম্মুখ বিয়ারিং-এর সাথে 360 ^ 0 যোগ করতে হবে।

③ এরপর যদি বিয়োগফল 180 ^ 9 র বেশি হয়, বিয়োগফল থেকে 180 ^ 0 বিয়োগ করতে হবে। ওই বিয়োগ ফলটি হবে অন্তঃস্থ কোণ। এই নিয়ম অনুসারে প্রতিটি ট্র্যাভার্স-এর বাহু সংখ্যা যাই হোক না কেন অন্তঃস্থ কোণ হিসাব এইভাবে করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন