জেট প্রবাহের শ্রেণিবিভাগ(Classification of Jet Stream)
জেট বায়ুপ্রবাহ হল ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের 9-12 কিমি উচ্চতায়, 30°-40° অক্ষাংশের মধ্যে দ্রাঘিমা বরাবর যেখানে দ্রুত তাপ পরিবর্তিত হয় সেখানে সংকীর্ণ বলয়ে আঁকাবাঁকা পথে প্রবাহিত দ্রুত শক্তিশালী বায়ুপ্রবাহ। সমচাপরেখার সমান্তরালে এক বিশেষ পথে পশ্চিম হতে পূর্বদিকে এই বায়ু প্রবাহিত হয়। এর গতিবেগ ঘণ্টায় 100-500 কিমি পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর প্রধান প্রধান জেট প্রবাহগুলিকে সারণিতে দেওয়া হল।
প্রধান জেট বায়ুসমূহ (Major Jet Streams)
মেরু সীমান্ত জেট বায়ু (Polar Front Jet Stream: PFJ): এই জোট বায়ু সেই অঞ্চলে দেখা যায় যেখানে উষু ও আর্দ্র প্রত্যয়ন বায়ুর সঙ্গে ভারী ও শীতল মেরু বায়ুর সংঘাত ঘটে। সেই অঞ্চলের তাপীয় পার্থক্যের সাথে সম্পর্কিত পশ্চিম দিক থেকে প্রবহমান এই বায়ু শীতকালে অধিকতর বিস্তৃত হয় এবং সর্বাধিক গতিবেগ সম্পন্ন হয়। এই সময় জেট বায়ু ২টি অথবা তার বেশি শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হতে পারে। এর সর্বাধিক গতিবেগ ঘণ্টায় 205 কিমি। এই জেট বায়ু সাধারণত বিচ্ছিন্ন (discontinuous) প্রকৃতির তবে কখনো কখনো সমগ্র পৃথিবীকে পূর্ব-পশ্চিমে ঘিরে থাকে।
উপক্রান্তীয় জেট বায়ু (Sub-Tropical Jet Stream: STJ): শীতকালে ভূপৃষ্ঠ থেকে 12 কিমি উচ্চতায় পশ্চিম হতে পূর্বে ঘণ্টায় 300 কিমির বেশি গতিবেগে উপক্রান্তীয় বলয়ের উপর দিয়ে যে উচ্চগতিবেগ সম্পন্ন বায়ু প্রবাহিত হয় তাকে উপক্রান্তীয় জেট বায়ু বলে। শীতকালে এটি তিব্বত মালভূমির উপর দক্ষিণ দিক দিয়ে দুই শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গতি রেখে যেমন বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় তেমনি এই জেট প্রবাহ দুটিও উত্তরে সরে যায়। জুন মাসে দক্ষিণ শাখাটি তিব্বত মালভূমির উত্তরে সরতে থাকে এবং তখন এটি তিব্বত মালভূমির উত্তরে প্রায় 40°N অক্ষাংশ বরাবর পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়।
ক্রান্তীয় পূবালি জেট বায়ু (Tropical Easterly Jet Stream: TEJ): গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহের উত্তরে এক উচ্চ গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ থেকে প্রায় 75km উচ্চতায় লক্ষ করা যায়। দক্ষিণ এশিয়ার উপর দিয়ে এই বায়ুপ্রবাহকে দক্ষিণ চিন সাগর থেকে পূর্ব আরব দেশ পর্যন্ত পর্যবেক্ষণ করা গেছে, কিন্তু আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে এইরূপ কোনো বায়ুপ্রবাহের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পুবালি এই বায়ুপ্রবাহের সর্বাপেক্ষা আদর্শ অবস্থান ভারতীয় উপমহাদেশে লক্ষ করা যায়। 15°N অক্ষাংশ বরাবর 50° পূর্ব থেকে ৪০° পূর্ব দ্রাঘিমা রেখার ভেতর October মাসে এই বায়ুপ্রবাহ দেখা যায়। উপক্রান্তীয় Jet Stream দক্ষিণে সরে গিয়ে পুনরায় হিমালয়ের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এই বায়ুর গতিবেগ ঘণ্টায় 175-200 কিমি। মৌসুমি বায়ুর আগমনে ও প্রত্যাগমনের সাথে উচ্চ আকাশের এই Jet Stream-এর সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন।
রাত্রিকালীন মেরু জেট বায়ু (Polar Night Jet Stream: PNJ): Polar Night Jet Stream শীতকালে 60° অক্ষাংশ বরাবর দেখা যায়। এর উচ্চতা সাধারণত মেরু সীমান্ত জেট বায়ুর (polar front jet strem) তুলনায় বেশি হয়, গড় উচ্চতা 24-25 কিমি। শীতকালে রাত্রিতে মেরু অঞ্চলে প্রচণ্ড শীতলতায় তাপমাত্রা যথেষ্ট কমে যায় এবং সেই কারণে চাপের পার্থক্য যথেষ্ট পরিলক্ষিত হয়, এই চাপ পার্থক্যজনিত বল ওই অঞ্চলে উচ্চ কোরিওলিস বলের সঙ্গে যুক্ত হয়ে জেট প্রবাহ সৃষ্টি করে।
নিম্ন উচ্চতার জেট বায়ু (Low Level Jet Stream): স্থানীয় অঞ্চলে কখনও কখনও নিম্ন উচ্চতার জেট বায়ুপ্রবাহ দেখা যায়। এরা স্থানীয়ভাবে তাপের চরম বৈষম্য হেতু উৎপত্তি লাভ করে। যেমন, আফ্রিকার পূর্ব উপকূলের সোমালি (Somali) অঞ্চলে উৎপন্ন সোমালি জেট প্রবাহ (Somali jet steam)। ব্রিটিশ আবহবিদ জে, ফিন্ডালার (J. Findaller) একে প্রথম চিহ্নিত করেন এবং নিম্ন উচ্চতার সোমালি বায়ুপ্রবাহ রূপে আখ্যায়িত করেন। এর গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 1-2 কিমি। এটি সাধারণত মরিসাস থেকে কেনিয়া উপকূল বরাবর প্রবাহিত হতে দেখা যায়। উত্তর আমেরিকার বৃহৎ সমভূমি অঞ্চলে এরূপ আর একটি নিম্ন উচ্চতার জেট প্রবাহ লক্ষ করা যায়।