welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জেট প্রবাহের বৈশিষ্ট্য(Characteristic of Jet Stream)

জেট প্রবাহের বৈশিষ্ট্য(Characteristic of Jet Stream)


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান বোমারু বিমানগুলি যখন জাপানে বোমাবর্ষণের জন্য যেত তখন তাঁদের চালক ভূপৃষ্ঠ থেকে প্রায় 9-12 কিমি উচ্চতায় বিমানের গতির সমান গতিবেগ সম্পন্ন পশ্চিম থেকে পূর্বগামী এক শক্তিশালী বায়ুপ্রবাহের অস্তিত্ব লক্ষ করেন। চারিদিকের ধীর বায়ুপ্রবাহের মাঝে এই অত্যন্ত শক্তিশালী প্রবাহ একটি নদীর মতো বিরাজ করে, তাই একে ইংরেজিতে Jet Stream বলা হয় (the jet stream is a river of wind that blow horizontally through the upper layer, generally from west to east at an altitude 9-12 km up.)। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ঊর্ধ্ববায়ুমণ্ডলে এই জেট বায়ুপ্রবাহ আবিষ্কৃত হয়। পরে সি. জি. রসবির (C. G. Rossby, 1939) অধীনে এই বিষয়ে গবেষণা শুরু হয় যা বর্তমানকালেও চলছে। জেট বায়ুর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-

1. Jet Stream ক্রান্তীয় অঞ্চলের কিমি 15 কিমি-এর ওপর এবং উদ্বু নাতিশীতোয় অঞ্চলে 9-12 কিমি এবং শীতল নাতিশীতোয় অঞ্চলে ৪ কিমি উঁচু দিয়েও প্রবাহিত হয়।

2. ঊর্ধ্ববায়ুমণ্ডলে জেট স্ট্রিম ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় সমান্তরালে অক্ষরেখা বরাবর (along a quasi horizontal axis) প্রবাহিত হয়। জেট বায়ুপ্রবাহের আবিষ্কর্তা C. G. Rossby-র নামানুসারে একে 'রসবি তরঙ্গ' বলা হয়ে থাকে।

3. জেট স্ট্রিম ঊর্ধ্ববায়ুমন্ডলে পশ্চিম থেকে পূর্বে সমচাপ রেখার সঙ্গে সমান্তরালে প্রবাহিত হতে থাকে।

4. জেট স্ট্রিমের গতিবেগ ঘণ্টায় 100-500 km। তবে জেট তরঙ্গ প্রবাহের গতি প্রতি সপ্তাহে পরিবর্তিত হয়।

5. জেট স্ট্রিমের দৈর্ঘ্য গড়ে 3000-6000 কিলোমিটার, প্রস্থ কয়েক শত কিলোমিটার এবং বেধ কয়েক কিলোমিটার।

6. জেট বায়ুপ্রবাহ দুই মেরুর চারিদিকে আঁকাবাঁকা পথে পৃথিবীকে বেষ্টিত করে।

7. উত্তর গোলার্ধে এই বায়ুপ্রবাহ 30°-35° অক্ষাংশের মধ্যে বিরাজ করে।

৪.জেট বায়ুপ্রবাহের গতিবেগ শীতকাল থেকে গ্রীষ্মকালে বেশি পরিলক্ষিত হয়।

9. মধ্য অক্ষাংশে জেট বায়ুর প্রবাহপথ তরঙ্গাকার, অনিয়ন্ত্রিত এবং আঁকাবাঁকা। প্রত্যেক গোলার্ধে 3-6টি তরঙ্গ আছে।

10. জেট বায়ুর তরঙ্গ পৃথিবীর কোথাও কোথাও স্থায়ী আবার কোথাও এদের গতিপথ পরিবর্তিত হয়। জেট বায়ুপ্রবাহের স্বায়ী তরঙ্গটি 70° পশ্চিম দ্রাঘিমা ও 150° পূর্ব দ্রাঘিমার ওপর অবস্থিত।

11. জেট বায়ুপ্রবাহের ঋতুভিত্তিক পরিবর্তন লক্ষ করা যায়। যেমন গ্রীষ্মকালে 30°-45° অক্ষাংশে ও শীতে 20°-25° অক্ষাংশের মধ্যে এই বায়ুপ্রবাহ অবস্থান করে

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01