কোনো ফলাফল পাওয়া যায়নি

    স্তম্ভচিত্র অঙ্কনের সুবিধা কী?

    স্তম্ভচিত্র অঙ্কনের সুবিধা কী?


    উত্তর:

     1.স্তম্ভচিত্রের সাহায্যে পরিসংখ্যানসমূহ সহজেই দেখানো যায়।

    2.যখন নির্দিষ্ট থাকে কিন্তু দেশের আয়তনের এক পরিবর্তিত হয় তখন রেখা বা লাইন গ্রাফের পরিবর্তে স্তম্ভচিত্রে ব্যবহার দরকার।

    3.স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভ সমান চওড়া হয় কিন্তু তাদের দৈর্ঘ্য যে পরিমাণ দ্রব্য বা বস্তু দেখতে হবে তাদের পরিমাণের অনুপাত নির্দিষ্ট হয়।

    4.সাধারণ অদক্ষ, অনভিজ্ঞ মানুষ সহজে মানচিত্রটি বুঝতে ও পাঠ করতে পারে।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال