welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের গুরুত্ব(Atmosphere and Importance of Atmosphere)

বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের গুরুত্ব(Atmosphere and Importance of Atmosphere)


ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। এই বায়ুমণ্ডল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর গায়ে জড়িয়ে আছে এবং পৃথিবীর সাথে আবর্তনও করছে। ভুপৃষ্ঠের উপরিভাগে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত এই গ্যাসীয় আবরণটি পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতির দ্বারা সংঘটিত এই হালকা আবরণটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের সাথে সরাসরিভাবে যুক্ত। সেই কারণে বায়ুমণ্ডল পৃথিবী ছেড়ে মহাশূন্যে বিলীন হতে পারেনি। বায়ুমণ্ডল পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ। এরপরই রয়েছে অনন্ত মহাশূন্য (near emptiness)। বিখ্যাত প্রকৃতিবিদ W. G. Moore-এর মতে, যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং যা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন, হিলিয়াম এবং কতকগুলি দুষ্প্রাপ্য গ্যাসের মিশ্রণ এবং যাতে বিভিন্ন অনুপাতে জলীয় বাষ্প থাক তাকে বায়ুমণ্ডল (atmosphere) বলে। (The envelope of air which surrounds the earth, consisting principally of the mixture of gases-mainly oxygen, nitrogen, carbon di-oxide, argon, helium and other rare gases in dry air and a variable quantity of water vapour is called atmosphere.)। বায়ুমণ্ডল সারা পৃথিবীর কতকগুলি প্রয়োজনীয় কাজ সবসময় ও সর্বত্র করে চলছে, সেগুলি নীচে আলোচনা করা হল-

1. পৃথিবীর জীবমণ্ডলকে বাঁচিয়ে রাখতে এই বায়ুমণ্ডল সাহায্য করে।

2. সমগ্র পৃথিবীর তাপের বণ্টনেও বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

3. আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই বায়ুমণ্ডল।

4. বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন উপাদানগুলি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জলবায়ুকে পরিবর্তিত করে।

5. পৃথিবীর বিভিন্ন অক্ষাংশযুক্ত অঞ্চলে বায়ু প্রবাহের ক্ষেত্রে বায়ুমণ্ডলের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

6. সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মির (ultra violet rays) হাত থেকে জীবমণ্ডলকে বাঁচানোর জন্য বায়ুমণ্ডলে অবস্থানরত ওজোন গ্যাস রক্ষা করে।

7. ভূপৃষ্ঠের তাপমাত্রার নিয়ন্ত্রণেও বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম।

৪. বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করে।

9. তাপমাত্রার উল্লম্ব (vertical) ও অনুভূমিক (horizontal) বণ্টনের ক্ষেত্রে বায়ুমণ্ডল প্রত্যক্ষভাবে সাহায্য করে।

অর্থাৎ বায়ুমণ্ডল একটি মস্তবড়ো চাঁদোয়ার মতো ভূপৃষ্ঠকে ঢেকে রেখে দিনের বেলায় তীব সূর্যালোক থেকে পৃথিবীকে রক্ষা করে। অন্যদিকে রাত্রিবেলায় বিকিরণের ফলে অত্যধিক তাপ হ্রাস থেকে বিশ্বকে রক্ষা করছে। বায়ুমণ্ডল না থাকলে এই তাপ হ্রাসে পৃথিবীর তাপমাত্র কমে দাঁড়াত।

সাধারণত দিনেরবেলায় ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যরশ্মি বায়ুস্তর ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হয়। এসময় বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01