মানচিত্রে স্কেল প্রকাশের পদ্ধতি (method of showing scale in maps)
মানচিত্রে স্কেল নিম্নলিখিত তিনটি পদ্ধতিতে প্রকাশ করা হয়
(1)বিবৃতিমূলক স্কেল
(2)সংখ্যা-সূচক ভগ্নাংশে প্রকাশ এবং
(3)লৈখিক বা অঙ্কনের মাধ্যমে প্রকাশ-
রৈখিক ও ডায়াগোনাল স্কেল।
বিবৃতিমূলক স্কেল (statement scale)
এই পদ্ধতিতে মানচিত্রে স্কেল বা অনুপাতকে লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন, "এক সেন্টিমিটারে চার কিলোমিটার" (one centimetre to four kilometre) অথবা "এক ইঞ্চিতে এক মাইল" (one inch to a mile) বা "চার ইঞ্চিতে এক মাইল" (four inch to a mile)। এরকম ভাবে বিবৃতির মাধ্যমে মানচিত্রে স্কেল দেওয়া থাকলে বুঝতে হবে যে, মানচিত্রে এক সেন্টিমিটার দূরত্ব প্রকৃত ভূমিভাগের চার কিলোমিটার দূরত্বকে অথবা মানচিত্রে এক ইঞ্চি দূরত্ব প্রকৃত ভূমিভাগের এক মাইল দূরত্বকে বা মানচিত্রে চার ইঞ্চি দূরত্ব প্রকৃত ভূমিভাগের এক মাইল দূরত্বকে নির্দেশ করছে।
সংখ্যা-সূচক ভগ্নাংশ স্কেল (numerical fraction scale) বা ভগ্নাংশ সূচক স্কেল (representative fraction scale)
ভগ্নাংশ সূচক স্কেল (representative fraction scale)-সংক্ষেপে R.F স্কেল বলা হয়। এই রকম স্কেলে মানচিত্রের দূরা এবং ভূ-পৃষ্ঠের বা ভূমিভাগের অনুরূপ দূরত্বের অনুপাতকে (ratio) ভগ্নাংশে প্রকাশ করা হয়। এই স্কেলে লব (numerator) সব সময় এক হবে। লব-এ এক সংখ্যাটি মানচিত্রের দূরত্ব এবং হর (denominator) এর বড়ো সংখ্যাটি ভূমিভাগের প্রকৃত দূরত্বকে নির্দেশ করে থাকে। সুতরাং, সূত্রের সাহায্যে RE নির্ণয়-
R.F. মানচিত্রের দূরত্ব (লব) ভূমিভাগের দূরত্ব (হর) = মানচিত্রের দূরত্ব। ভূমিভাগের দূরত্ব
1 cm 1 1,00,000 cm 1,00,000 R.F. 1:100000 সমজাতীয় রাশির অনুপাত এককহীন হয়।
চিত্রানুগ বা লৈখিক স্কেল (graphical scale)
যখন কোনো স্কেলকে রেখার সাহায্যে এঁকে দেখানো হয় তখন তাকে লৈখিক স্কেল বলে। রৈখিক স্কেল হল লৈখিক স্কেলেরই অন্তর্গত একটি স্কেল।
(1)রৈখিক স্কেল (linear scale)-এ একটি সরলরেখাকে সুবিধা মতো কতকগুলি প্রাথমিক বা মুখ্য (primary) এবং গৌণ (secondary) অংশ (division)-এ ভাগ করা হয়। যাতে মানচিত্রের দূরত্ব ভূমিভাগের দূরত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে খুব সহজেই পরিমাপ করা যায়।
(2)মৌজা মানচিত্র তৈরিতে ডায়াগোনাল স্কেল ব্যবহৃত হয়।
(3)ভার্নিয়ার স্কেল যদিও চিত্রানুগ স্কেল কিন্তু মানচিত্রে এর ব্যবহার নেই