মূল স্কেল পাঠ এবং ভার্নিয়ার স্কেল পাঠ নেওয়ার পদ্ধতি (method of main scale reading and vernier scale reading)
মোট স্কেল পাঠ (total scale reading বা TSR) হল মূল স্কেল পাঠ (main scale reading বা MSR) এবং ভার্নিয়ার স্কেল পাঠ বা (vernier scale reading বা VSR) এর যোগফল। অর্থাৎ TSRMSR+VSR
মোট স্কেল পাঠ (TSR): মূল স্কেলের '০' দাগ থেকে ভার্নিয়ার স্কেলের '০' দাগ পর্যন্ত দৈর্ঘ্যই হল পরিমাপযোগ্য মোট দৈর্ঘ্য। মূল স্কেল পাঠ এবং ভার্নিয়ার স্কেল পাঠ-এর যোগফলই হল পরিমাপযোগ্য মোট স্কেল পাঠ এ মূল স্কেলের শূন্য (০) এবং ভার্নিয়ার স্কেলের শূন্য (০) এর মধ্যে মোট ব্যবধান হল 3.26 ইঞ্চি)।
মূল স্কেল পাঠ (MSR): মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল যৌথভাবে আঁকার পর ভার্নিয়ার স্কেলের '০' দাগের ঠিক বামদিকে মূল স্কেলের যে দাগটি আছে সেই দাগ পর্যন্ত মান হল মূল স্কেলে পাঠ। (Fig-2.42-এ মূল স্কেলের এই মান হল 3.20 ইঞ্চি)।
ভার্নিয়ার স্কেল পাঠ (VSR): মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের মিলন বিন্দু পর্যন্ত ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যার (Number of Vernier scale division) সঙ্গেঙ্গ ভার্নিয়ার স্থিরাঙ্কের (VC) গুণফল হল ভার্নিয়ার স্কেল পাঠ। (Fig-2.42-এর ভার্নিয়ার স্কেলের নং বিভাজন মূল স্কেলের কোনো একটি বিভাজনের সঙ্গো মিলিত হয়েছে। এখানে VC = 0.01 ইঞ্চি, সুতরাং VSR = 6 * 0.01 ইঞ্চি =0.06 ইঞ্চি)
TSR-MSR+VSR
3.26 "=3.20"+0.06"
VSR(NXVC)=TSR-MSR
0.06 "=3.26^ prime prime -320"
MSR-TSR-VSR
3.20 "=3.26^ prime prime -0.06^ prime prime