welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

রৈখিক স্কেল-এর গঠন (construction of linear or plain scale)

রৈখিক স্কেল-এর গঠন (construction of linear or plain scale)


সংজ্ঞা (definition):

① কোনো স্কেলকে সরলরেখার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে তখন রৈখিক স্কেল বলে। অর্থাৎ সরলরেখার মাধ্যমে প্রকাশিত ভূমির দূরত্ব বা অনুরূপ মানচিত্রের দূরত্বকে রৈখিক স্কেল বলে।

② বিবৃতিমূলক কিংবা ভগ্নাংশ সূচক স্কেলের মানকে যখন সরলরেখা বরাবর অঙ্কন করা হয় এবং যার কতকগুলি মুখ্য এবং গৌণ ভাগ থাকে তাকে রৈখিক স্কেল বলে।

বৈশিষ্ট্য (characteristics):

(1)বিবৃতিমূলক স্কেল বা ভগ্নাংশসূচক স্কেল থেকে রৈখিক অঙ্ককন করা হয়।

(2)এই স্কেলের দুটি ভাগ আছে। যথা- মুখ্যভাগ ও যৌগভাগ।

(3)রৈখিক স্কেল দুটি পদ্ধতিতে অঙ্কিত হয়। যথা- সরল রৈখিক ও তুলনামূলক রৈখিক।

(4)স্কেলের একেবারে বামদিকে গৌণ বিভাগগুলি দেখানো হয়।

মুখ্যভাগের বৈশিষ্ট্য

(characteristics of primary division):

(1)মুখ্যভাগ হল রৈখিক স্কেলের মূল অংশ।

(2)মুখ্যভাগ ভূমিভাগের দূরত্বের প্রধান অংশগুলিকে নির্দেশ করে

(3)কোনো রৈখিক স্কেলে সাধারণত দুই বা ততোধিক মুখ্যভাগ থাকে।

গৌণভাগের বৈশিষ্ট্য(characteristics of secondary division):

① গৌণভাগ মুখ্যভাগের ক্ষুদ্র অংশ

② গৌশভাগের সাহায্যে একটি মুখ্যভাগের মোট দৈর্ঘ্যের ভগ্নাংশকে সূক্ষ্ম ও সঠিকভাবে মাপা হয়।

③ একটি মুখ্যভাগের অন্তর্গত গৌণভাগগুলির মোট সমষ্টি সর্বদা মুখ্যভাগের দৈর্ঘ্যের সমান হবে। এক্ষেত্রে কমবে না বা বাড়বে না। সেই কারণে গৌণভাগের দৈর্ঘ্যের কোনো গুণিতকই মুখ্যভাগ হয়।

সুবিধা (advantages):

(1)এরূপ স্কেলের সাহায্যে মানচিত্রের নির্দিষ্ট দূরত্ব ভূমিদে কত দূরত্ব নির্দেশ করে তা সহজেই এবং সরাসরি নির্ধ করা যায়। বিবৃতিমূলক বা R.F. স্কেলের মতো মানচিত্রের দূরত্ব থেকে ভূমির দূরত্ব নির্ণয় করার জন্য জটিল হিসাদ নিকাশের প্রয়োজন হয় না।

(2)মানচিত্র ছোটো বা বড়ো করা হলে মানচিত্রের সঙ্গে। সঙ্গে স্কেলেরও অনুরূপ হ্রাস বা বৃদ্ধি ঘটে বে নতুনভাবে বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত মানচিত্রের স্কেল নির্ণয়ে জন্য কোনোরকম অসুবিধা হয় না।

(3)মানচিত্রের ছোটো দূরত্বও গৌণ বিভাগের মাধ্যমে প্রকদ ও নির্ণয় করা যায়।

(4)এটি লৈখিক স্কেলের সহজতম রূপ।

অসুবিধা (disadvantages):

(1)বিবৃতিমূলক স্কেলের মতো রৈখিক স্কেলে যে কোনো একটি একক দেওয়া থাকে। এজন্য ভূমির দূরত্বকে অন্য এককে প্রকাশ করতে জটিল হিসাবের প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন ভাষাভাষীর কাছেও এরূপ স্কেল বোধগম নাও হতে পারে।

(2)মুখ্য বিভাগের সাথে গৌণ বিভাগের সঠিক সম্বন্ধ নির্ণয় করতে হয়, যা অনেকের পক্ষে অসুবিধা।

(3)এরূপ স্কেল অঙ্কন করা সহজ নয়। রৈখিক স্কেল অঙ্কনের জন্য জটিল হিসাব নিকাশেরও প্রয়োজন হয়।

রৈখিক স্কেল গঠনের নীতি (principles of construction of linear scale)

(1)মানচিত্রের ক্ষেত্রফলের সঙ্গে রৈখিক স্কেলের দৈর্য্যের সামঞ্জস্য রাখা।

(2)রৈখিক স্কেলে মুখ্য ও গৌণ ভাগ উভয়ই দেখাতে হবে। যাতে মানচিত্র ব্যবহারকারীরা ছোটো বড়ো সব দৈর্ঘর সহজে মাপতে পারে।

(3)শ্রেণিকক্ষে বা পরীক্ষার হলে ব্যবহৃত সাদা কাগজের মাল অনুযায়ী স্কেলের দৈর্ঘ্য (প্রায় 12 বা 13 সেমি কিংবা 5 ইঞ্চির মধ্যে হওয়া উচিত) নির্ধারণ করা।

(4) মুখ্যভাগের সংখ্যা কমপক্ষে 3 টি হওয়া উচিত। তবে গৌণ ভাগের সংখ্যা মুখ্যভাগের সঙ্গে সমতা রেখে করতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01