অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্র পাঠের গুরুত্ব ও তাৎপর্য (Importance & Significance of Study of Economic Geography)
সম্পদশাস্ত্র ও অর্থনৈতিক ভূগোল পাঠের গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক ভূগোলের জ্ঞান মানুষকে তার পরিবেশ, সম্পদ ও মানবজাতি সম্বন্ধে সঠিক ধারণা দেয়। অর্থনৈতিক ও সামাজিকভাবে মানুষকে সচেতন করে তোলে। সম্পদশাস্ত্র ও অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে মানুষ যেভাবে উপকৃত হতে পারে, তাহল-
(1) সম্পদের বণ্টন, পরিমাণ, উৎপাদন, বাণিজ্য ও সংরক্ষণ সম্বন্ধে জানা যায়।
(2) দেশ তথা সারা পৃথিবীর কৃষিকাজ সম্বন্ধে ধারণা জন্মায়।
(3) দেশ ও পৃথিবীর নানা ধরনের শিল্প এবং শিল্পায়ন সম্পর্কে অবগত হওয়া যায়।
(4) আঞ্চলিক বিশেষীকরণ অর্থাৎ কেন, কোথায় একই ধরনের কাজ বিশেষ লাভজনক, সে-ব্যাপারে জানা যায়।
(5) পৃথিবীর বিভিন্ন মানুষের অর্থনৈতিক সমস্যাগুলি কী ধরনের, সেই সমস্যা কীভাবে দূর করা যায়, সে- বিষয়ে বিচার-বিশ্লেষণ করা যায়।
(6) অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রসরতা বা অনগ্রসরতা সম্বন্ধে জানা যায়।
(7) ব্যাবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, চাষ-আবাদ প্রভৃতি কাজকর্ম কোথায় লাভজনকভাবে গড়ে তোলা যায়, তার জন্য আঞ্চলিক সুযোগ-সুবিধা কেমন, সে ব্যাপারে ধারণা জন্মায়।
(৪) বিভিন্ন মানবগোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ব্যাখ্যা করা যায়।
(9) অর্থনৈতিক অসাম্য ও সুযোগ-সুবিধার নিরিখে আঞ্চলিক পার্থক্য সম্বন্ধে অবগত হওয়া যায়।
(10) মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা প্রণালী, যেমন খাদ্য এবং আয়ের নিরাপত্তা ইত্যাদি সম্বন্ধে জানা যায়।
(11) অর্থনৈতিক পরিকল্পনা ও তার রূপায়ণ করা সহজ হয়।
(12) উন্নয়নের দিশা নির্দেশ করা ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকে স্থায়ী করার ব্যাপারে মানুষ সচেতন হয়।