welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য Difference Between Pedeplain and Peneplain

শুষ্ক বা শুষ্কপ্রায় অঞ্চলে ক্ষয়চক্রের অস্তিম অবস্থায় সৃষ্ট স্বপ্ন বন্ধুর ও মৃদু ঢালযুক্ত বিস্তৃত সমগ্ৰায় ভূমিকে পেডিপ্লেন বলা হয়। কিন্তু, আর্দ্র

 পেডিপ্লেন ও পেনিপ্লেনের মধ্যে পার্থক্য Difference Between Pedeplain and Peneplain 


(1) সংজ্ঞা (Definition) : 

শুষ্ক বা শুষ্কপ্রায় অঞ্চলে ক্ষয়চক্রের অস্তিম অবস্থায় সৃষ্ট স্বপ্ন বন্ধুর ও মৃদু ঢালযুক্ত বিস্তৃত সমগ্ৰায় ভূমিকে পেডিপ্লেন বলা হয়। কিন্তু, আর্দ্র অঞ্চলে ক্ষয়চক্রের অভিম অবস্থায় সৃষ্ট সঙ্গ বন্ধুর ও মৃদু ঢালযুক্ত বিস্তৃত সমগ্ৰায় ভূমিকে পেনিপ্লেন বলা হয়। 


(2) ক্ষয়চক্রে অবস্থান ( Location of Cycle of Erosion) :

পেডিপ্লেন শুদ্ধতার ক্ষয়চক্রে অবস্থান করে। কিন্তু পেনিপ্লেন স্বাভাবিক ক্ষয়চক্রে অবস্থান করে। 


(3) ধারণার প্রবক্তা (Inventor) 

L. C. King তাঁর ক্ষয়চক্রের মতবাদে প্রেডিপ্লেন ধারণাটির ব্যাখ্যা প্রদান করেন। কিন্তু W. M. Davis তার ক্ষয়চক্রের মতবাদে পেনিম্নেন ধারণাটির ব্যাখ্যা প্রদান করেন। 


(4) প্রকৃত অর্থ (Nature of Meaning):

(পডিপ্লেন শব্দটির প্রকৃত অর্থ পাদদেশীয় সমভূমি। কিন্তু পেনিপ্লেন শব্দটির প্রকৃত অর্থ প্রায় সমভূমি। 


(5) সৃষ্টির পদ্ধতি (Processess of Origin) : 

 পেডিপ্লেন সাধারণত ঢালের পশ্চাদপসরণের ফলে সৃষ্টি লাভ করা। পেডিমেন্টের সংযুক্তির ফলে সৃষ্টি লাভ করে। কিন্তু পেনিপ্লেন সাধারণত ডাউন ওয়াসটিং-এর ফলে সৃষ্টি লাভ করে। 


(6) গঠনকারী প্রক্রিয়া (Formation Process) : পেডিপ্লেন সাধারণত গঠিত হয় আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, জলধারা ও বায়ুপ্রবাহের যৌথ ক্রিয়াকলাপের দ্বারা। কিন্তু পেনিখেন সাধারণত গঠিত হয় নদীর কার্যের দ্বারা, কিন্তু এই ভূমিরূপ সৃষ্টিতে আবহবিকার ও পুষ্ঠিত হয় ও ভূমিকা পালন করে থাকে। 


(7) আকৃতি (Shape) :

পেডিপ্লেন বেশ কিছুটা অবতল আকৃতির হয়ে থাকে। কিন্তু পেনিপ্লেন মৃদু উত্তল আকৃতির হয়ে থাকে। 


(8) বিস্তৃতি (Area) : 

পেডিপ্লেন বৃহৎ পরিসর স্থান জুড়ে বিস্তৃতি লাভ করে। কিন্তু পেনিপ্লেন স্বল্প পরিসর স্থান জুড়ে বিস্তৃতি লাভ করে। 


(9) ক্ষয়প্রতিরোধী শিলায় গঠিত ভূমিরূপ (Nature of Landform):

পেডিপ্লেনের উপর ক্ষয় প্রতিরোধী শিলায় গঠিত ভূমিরূপ ইনসেলবার্জ নামে পরিচিত। কিন্তু পেনিপ্লেনের উপর ক্ষয় প্রতিরোধী শিলায় গঠিত ভূমিরূপ মোনাডনক্‌ নামে পরিচিত। 


(10) ভূমিরূপের অবস্থান (Location of Landform) 

পেডিপ্লেনে ওয়াদি প্লায়া প্রভৃতি ভূমিরূপের অবস্থান লক্ষ করা যায়। কিন্তু পেনিপ্লেনে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি প্রভৃতি ভূমিরূপের অবস্থান লক্ষ করা যায়।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01