What is Agriculture ? Classification of agriculture -
কৃষি কী ? কৃষির শ্রেণীবিভাগ
ভূমিকা :-
ভূমিকর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদন হল কৃষিকাজ। কৃষিকাজ প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাকটি অন্তর্গত। কৃষিকার্যের মাধ্যমে যে ফসল উৎপাদন হয় তা যেমন আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় থাকে, তেমনি শিল্পক্ষেত্রে কাঁচামালের উৎস হল কৃষিজ ফসল। উন্নয়নশীল ও অনুন্নত দেশসমূহের মানুষের প্রধান পেশা হল কৃষিকাজ। ঐ সব দেশগুলির জাতীয় আয়ের একটা বড় অংশ আসে কৃষি থেকে। শিল্পোন্নত দেশগুলির অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক ভিত্তি ছিল কৃষি।
কৃষির সংজ্ঞা :-
অধ্যাপক জিমারম্যানের মতে, কৃষিকাজ এক বিশেষ ধরনের অর্থনৈতিক প্রচেষ্টা ও উৎপাদনমুখী কচু প্রকৃতির স্বাভাবিক নিয়মে ঘটে চলা উদ্ভিদ ও প্রাণীর জন্ম ও বৃদ্ধিকে কাজে লাগিয়ে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ যখন ভূমিকেন্দ্রিক, আহরণধর্মী ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে যুক্ত হয় তখন তাকে কৃষি বলে।
কৃষির শ্রেণিবিভাগ :-
প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের তারতমো কৃষিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়
1.জলবায়ুর তারতম্য অনুসারে :-
(a) উয়-আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের কৃষি বা মৌসুমি কৃষি,
(b) ভূমধ্যসাগরীয় কৃষি।
2. কৃষি মরশুমের তারতম্য অনুসারে :-
(a) খারিফ চাষ,
(b) রবি চাষ,
(c) জায়িদ চাষ।
3. বৃষ্টিপাতের তারতম্য অনুসারে :-
(a) আৰ্দ্ৰ কৃষি”
(b) শুষ্ক কৃষি,
(c) সেচন কৃষি।
4. ফলন পদ্ধতির তারতম্য অনুসারে :-
(a) এক-ফসলী কৃষি,
(b) দো-ফসলী কৃষি,
(c) বহু ফসলী কৃষি,
(d) ইন্টার কালচার,
5. কৃবিজ্ঞমির পরিমাণ ও জনঘনত্ব অনুসারে :-
(a) প্রগাঢ় কৃষি
(b) ব্যাপক কৃষি।
6. চাহিদা, জোগান, বাজার ও উৎপাদন অনুসারে :-
(a) অস্থায়ী আদিম জীবিকাসত্তাভিত্তিক কৃষি,
(b) স্বায়ী আদিম জীবিকাসভাতিজির কৃষি,
(c) জীবনধারণভিত্তিক প্রগাঢ় কৃষি,
(d) বাণিজ্যভিত্তিক ব্যাপক ভূষি,
(e) বাগিচা কৃষি,
7. সামাজিক বৈশিষ্ট্য অনুসারে :-
(a) ধনতান্ত্রিক কৃষি,
(b) সমাজতান্ত্রিক কৃষি,
(c) সামন্ততান্ত্রিক কৃষি,
৪. জমির মালিকানা অনুসারে:-
(a) রাষ্ট্রীয় খামার,
(b) ব্যক্তিগত খামার,
(c) সমবায়ভিত্তিক খামার,