welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali
পোস্টগুলি

প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য লেখো। 2+6

প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য লেখো। 2+6


উত্তর

প্রাচীণ অণুবর্তণ

যে অনুবর্তন কৌশলে প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয়, তাকে প্রাচীন অনুবর্তন বলে।

প্রাচীন অনুবর্তন কৌশলের বৈশিষ্ট্য

[1] অনুবর্তিত উদ্দীপকের উপস্থাপন: যে উদ্দীপকটিকে অনুবর্তিত করতে হবে সেই উদ্দীপকটিকে স্বাভাবিক উদ্দীপকের ঠিক আগে উপস্থিত করতে হবে। এই কারণে প্যাডলডের পরীক্ষায় ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়ার আগে ঘন্টাধবনির বাবস্থা করা হয়েছিল।

[2] স্বাভাবিক উদ্দীপক অধিক শন্ধিশালী: স্বাভাবিক উদ্দীপকের শক্তি অনুবর্তিত উদ্দীপকের চেয়ে বেশি। কুকুরের লালাক্ষরণের ক্ষেত্রে খাদ্যবস্তু ঘণ্টাধ্বনি অপেক্ষা শক্তিশালী উদ্দীপক এবং তা বেশি লালাক্ষরণ ঘটায়।

[3] উদ্দীপক দুটির বারবার উপস্থিতি: স্বাভাবিক ও কৃত্তিম বা নিরপেক্ষ উদ্দীপককে একই রুমে বারবার উপস্থাপিত করতে হবে যতক্ষণ না পরিবর্তন প্রতিক্রিয়া সম্পন্ন হচ্ছে। 

[4] স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপন: কৃত্রিম উদ্দীপকে রেশ থাকতে থাকতেই স্বাভাবিক উদ্দীপকটিকে উপস্থাপন করতে হবে। (যেভাবে প্যাভলবের পরীক্ষায় ঘন্টা ধোনি রেস্ট থাকতে থাকতেই খাবার দেয়া হতো।) 

[5] অপানুবর্তন: অনুবর্তন কে স্থায়ী করতে হলে ঘন্টার ধ্বনির সঙ্গে মাঝে মাঝে স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যবস্তু উত্থাপন করতে হবে। অনুবর্তনের পরে দীর্ঘ সময়ের মধ্যে যদি খাবার না দেয়া হয় শুধু ঘন্টা বাজানো হয় ।

[6] উদ্দীপক নির্দিষ্টকরণ: স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে যদি একাধিক গৌর উদ্দীপক থাকে তাহলে কোন উদ্দীপকটি অনুবর্তিত হবে তা নির্ভর করবে প্রাণীর ওপর। খাদ্য বস্তু দেওয়ার আগে যদি ঘন্টাধ্বনি ছাড়াও আলো জ্বালানো হতো বা কুকুরটিকে স্পর্শ করা হতো। সেক্ষেত্রে কোন উদ্দীপকটি পরিবর্তন ঘটতো তা উভয় করতো কুকুরটির ওপর।

[7] আচরণ পৃথক করন ও সামান্যীকরন : শ্যামলা অনুবর্তনের দ্বারা প্রাণীর মধ্যে আচরণ পৃথক করন বা সামান্যীকরন করা যায়। 

[8] অপেক্ষাকৃত সহজ অনুবর্তন: বয়স্কদের চেয়ে শিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে অনুবর্তন সৃষ্টি করার অপেক্ষাকৃত সহজ।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01