পশ্চিমি ঝঞ্ঝা (Western Disturbance)
ভারতীয় উপমহাদেশে শীতকালে ভূমধ্যসাগরের কাছাকাছি অঞ্চল থেকে সৃষ্ট ঘূর্ণবাত উত্তর-পশ্চিম ভারতে ঢুকে সামান্য বৃষ্টিপাতসহ প্রাকৃতিক দুর্যোগ ঘটায়, একে পশ্চিমি ঝঞ্ঝা (western disturbance) বলে (western disturbance is the low pressure system that originates over the mediterranean sea and moves eastwards.)। পশ্চিমি ঝঞ্ঝাগুলি হিমালয়ের পূর্ব ও পশ্চিম দিকে বৃষ্টিপাতের তারতম্যের জন্য দায়ী। এই ধরনের ঝঞ্চাগুলির পর্যায়কাল বছরে বছরে পরিবর্তিত হতে থাকে। প্রতি মাসে গড়ে 3-5টি দুর্যোগ সংঘটিত হয় পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে। বেশির ভাগ পশ্চিমি দুর্যোগগুলিতে সীমান্ত গঠন হয় না। কিন্তু মধ্য অক্ষাংশীয় অঞ্চলে পশ্চিমি ঝঞ্ঝাতে সীমান্ত গঠন লক্ষ করা যায়। পশ্চিমি দুর্যোগের সামনের দিকে প্রায়ই তুষারপাত সংঘটিত হয়। কখনো কখনো তিব্বতের ওপর দিয়ে যাওয়ার সময় পশ্চিমি দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পায়। পশ্চিমি জেট বায়ুপ্রবাহ ও পশ্চিমি দুর্যোগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রায়শই দেখা যায় যে পশ্চিমি দুর্যোগের আগমনের সঙ্গে সঙ্গে পশ্চিমি জেট স্রোতের শক্তি কমে যায়।