welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ (Equitorial Westerlies)

নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ (Equitorial Westerlies)


বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। ভূপৃষ্ঠের সমান্তরাল তথা অনুভূমিক ভাবে বায়ুর এই চলাচলকে বায়ুপ্রবাহ বলে। যে বায়ুপ্রবাহ সমূহ সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ুপ্রবাহ বলে। এই নিয়ত বায়ুপ্রবাহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বায়ুপ্রবাহ হল নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ (equitorial westerlies) | উত্তর গোলার্ধে বিশেষত মহাদেশীয় অংশে দুই আয়ন বায়ুর মধ্যবর্তী স্থানে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তাকে নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ বলে। এই বায়ু আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (inter tropical convergence zone) বা ITCZ-এর স্থানান্তরের সঙ্গে যুক্ত। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এই পশ্চিমা বায়ুপ্রবাহ খুব সুস্পষ্ট। মহাদেশসমূহ যখন গ্রীষ্মকালে খুব উয় হয়ে পড়ে তখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে ITCZ ও কিছুটা উত্তর দিকে সরে যায়। নিরক্ষীয় পশ্চিমা বায়ুপ্রবাহ আফ্রিকায় ঘণ্টায় 2-3 কিমি বেগে ও ভারত মহাসাগরে 5-6 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। আয়ন বায়ুর মতো এই বায়ু নিরক্ষরেখা অতিক্রম করার সময় কোরিওলিস বলের প্রভাবে বাঁক নেয় না, যেহেতু ভারত মহাসাগরে জুন মাসে 23 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং জুলাইয়ে 23 ডিগ্রি উত্তর অক্ষাংশে একটি পশ্চিমা বায়ুপ্রবাহের গড় উপস্থিতি লক্ষ করা যায়। এই ধরনের পশ্চিমা বায়ুপ্রবাহ প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে লক্ষ করা যায় না। কারণ ITCZ জলভাগের তুলনায় স্থলভাগে নিরক্ষরেখা থেকে যথেষ্ট উত্তরে স্থানান্তরিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01