নাতিশীতোয় ঘূর্ণবাতের বিভিন্ন পর্যায়(Different Stages of Temperate Cyclone)
বিষুবরেখার উয় দিকে 30 deg - 65 deg অক্ষরেখার মধ্যবর্তী স্থানে মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোয় ঘূর্ণবাত উৎপত্তি লাভকরে। নাতিশীতোয় ঘূর্ণবাতের সৃষ্টি ও বিকাশ আলোচনার ক্ষেত্রে নরওয়েজীয় আবহবিদ ভি. বার্কনেস (V. Bjerknes), জে. ব্যর্কনেস (J. Bjerknes) ও গোলবার্গ (Golberg)-এর মেরু সীমান্ততত্ত্ব (polar front theory) উল্লেখযোগ্য। মেরুসীমান্ত তত্ত্বের মূলকথা হল মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে আগত শীতল মেরু বায়ু ও ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে আগত উদ্বু আর্দ্র পশ্চিমা বায়ু একটি সীমান্ত বরাবর পরস্পরের মুখোমুখি হলে পর্যায়ক্রমে তরঙ্গ ঘূর্ণবাত
বা নাতিশীতোয় ঘূর্ণবাত গঠিত হয়। নাতিশীতোয় ঘূর্ণবাতগুলি পশ্চিমা বায়ুর পথ ধরে পশ্চিম থেকে পূর্বে
ক্রমশ উচ্চ অক্ষাংশের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়াকালীন বিভিন্ন পর্যায়ের সৃষ্টি হয়। মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবার্ত
সৃষ্টির এই পর্যায়গুলি হল নিম্নরূপ-
1. প্রথম পর্যায় (First Stage): এটি ঘূর্ণবাতের প্রাথমিক পর্যায়। এই অবস্থায় মেরুর দিকের শীতল বায়ুপুঞ্জ এবং নিরক্ষরেখার দিকে উন্ন বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীতে সমান্তরাল অবস্থানে থাকে। কোনো বায়ুপুঞ্জের উল্লম্ব বিচ্যুতি ঘটে না। এই অবস্থায় সীমান্তকে বলা হয় সাম্য সীমান্ত (equilibrium front)।
2. দ্বিতীয় পর্যায় (Seccond Stage): উদ্বু বায়ুপুঞ্জের তুলনায় শীতল বায়ুপুঞ্জ অধিক ভারী ও অধিক গতিশীল হওয়ায় শীতল বায়ুপুঞ্জ তরঙ্গের আকারে স্ফীত হয়ে উয় বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে সাম্য সীমান্তকে ভেঙে ফেলে। এই পর্যায়ে তাই উদ্বু ও শীতল সীমান্তের সৃষ্টি হয় এবং দুই সীমান্তের মিলনস্থলে এক উত্তাল আকার বিশিষ্ট বাঁক নিতে শুরু করে। এই পর্যায়ে প্রকৃত ঘূর্ণবাতের শুরু হয়।
3. তৃতীয় পর্যায় (Third Stage): এই পর্যায়ে ঘূর্ণবাতটি প্রবল ও প্রকট হয়। একে পরিণত (mature) অবস্থা বলে। এই অবস্থায় উদ্বু সীমান্ত (warm front) এবং শীতল সীমান্ত (cold front) স্পষ্টভাবে প্রতীয়মান হয়। ঘূর্ণাবাতটি অধিক উচ্চতা লাভ করে এবং অধিক গতির জন্য শীতল সীমান্ত উদ্বু সীমান্তের কাছে এসে পড়ে।
4. চতুর্থ পর্যায় (Fourth Stage): তাড়াতাড়ি উদ্বু বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের ওপরে উঠে পড়ে এবং মিলিত স্থানে অন্তর্ভূত সীমান্ত (occluded front) সৃষ্টি করে। এই অবস্থায় বেশ কিছুক্ষণ সীমান্ত অঞ্চলটি প্রায় স্থিরভাবে অবস্থান করে এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হতে শুরু করে।
5. পঞ্চম পর্যায় (Fifth Stage): অন্তর্ভূত সীমান্ত অঞ্চলে, এখন উয় বায়ুপুঞ্জের একটি অংশ শীতল বায়ুপুঞ্জের দ্বারা বেষ্টিত হয়ে মূল বায়ুপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই বিচ্ছন্ন অংশটি নিম্নচাপ কেন্দ্ররূপে অল্প কিছুক্ষণ স্থায়ী হতে পারে কারণ শক্তির জোগান অচিরেই বন্ধ হয়ে যায়, ফলে শীতল ও উষু বায়ুপুঞ্জের মধ্যে কোনো রকম পার্থক্য থাকে না। অচিরেই ঘূর্ণবাতের পরিসমাপ্তি ঘটে।
6. অন্তিম পর্যায় (Last Stage): এই পর্যায়ে অক্লুডেড সীমান্ত বরাবর উদ্বু বায়ুপুঞ্জটি শীতল বায়ুপুঞ্জের দ্বারা পরিবৃত হওয়ার ফলে মূল বায়ুপুঞ্জ থেকে আলাদা হয়। এর ফলে উয় বায়ুপুঞ্জের অস্তিত্ব ক্রমশ হারিয়ে গেলে ঘূর্ণবাতটি একেবারে নিস্তেজ হয়ে পড়ে এবং বায়ুমণ্ডলে একটি সাম্যভাব গঠিত হয়