রিডিউসড লেভেল বা R.L নির্ণয় (computation of the reduced level or R.L)
প্রতিটি স্টেশনের reduced level নির্ণয় করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। যথা
1.কলিমেশন পদ্ধতি (collimation method)
2.উত্থান-পতন পদ্ধতি (rise and fall method)
কলিমেশন পদ্ধতি (collimation method):
height of collimation থেকে staff reading বিয়োগ করে ওই স্থানের reduced level জানা যায়। এর জন্য সাধারণ নিয়মগুলি হইল-
1] height of collimation = (back sight reading+ reduced level of the bench mark)
2]reduced level of a station = (height of collimation -staff reading) (BS & IS & FS]
3] height of collimation of a change point = (back sight reading + reduced level of the change point) Fig. 7.19 দেখো।
উত্থান-পতন পদ্ধতি (rise and fall method):
প্রথম স্টেশনের স্টাফ রিডিং থেকে দ্বিতীয় স্টেশনের স্টাফ রিডিং-এর মানের পার্থক্যের উপর নির্ভর করে স্থানটি রাইজ হয়েছে না ফল হয়েছে। যদি মান (প্রথম স্টেশনের পাঠ থেকে দ্বিতীয় স্টেশনের পাঠের বিয়োগফল) বেশি হয় তাহলে বুঝতে হবে স্থানটির ফল (fall) হয়েছে। তখন বিয়োগ ফলটি fall-এর ঘরে লিখিতে হইবে। যদি মান কম হয় তাহলে বুঝতে হবে স্থানটি রাইজ (rise) হয়েছে, তখন বিয়োগফলটি rise-এর ঘরে লিখিতে হইবে। rise and fall reading থেকে reduced level নির্ণয় করার নিয়ম হল-
(1)যদি প্রথম স্টেশনে বেঞ্চ মার্ক (BM) দেওয়া থাকে তাহলে ওটাই প্রথম স্টেশনের R.L. এখন দ্বিতীয় স্টেশনের R.L. নির্ণয় করার জন্য প্রথম স্টেশনের অস্ট্রষ্ঠ-এর সঙ্গেঙ্গ দ্বিতীয় স্টেশনের rise মানের সহিত যোগ (+) করে এবং fall মানের সহিত বিয়োগ (-) করে R.L. নির্ণয় করা হয়। এইভাবে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনের R.L. নির্ণয় করা হয়।
(2)যদি শেষ স্টেশনে (last station) বেঞ্চ মার্ক (BM) দেওয়া থাকে তাহলে ওটাই শেষ স্টেশনের R.L। এখন শেষ স্টেশনের আগের R.L. নির্ণয় করার জন্য স্টেশনের rise-এর সঙ্গো শেষ স্টেশনের R.L. মানের সহিত বিয়োগ (-) করে এবং Fall মানের সহিত যোগ (+) করে R.L. নির্ণয় করা হয়। এইভাবে পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনের R.L. নির্ণয় করা হয়।
(3)আবার যদি Change Point বেঞ্চ মার্ক দেওয়া থাকে তাহলে CP-এর পূর্বের (উপরের দিকে) স্টেশনগুলির R.L. নির্ণয় 2. (b)-এর নিয়ম অনুসারে এবং CP-এর পরের (নীচের দিকে) স্টেশনগুলির R.L. নির্ণয় 2.(a) এর নিয়ম অনুসারে হয়। Fig. 7.22 দেখো।