কোনো ফলাফল পাওয়া যায়নি

    মানচিত্রে স্কেলের প্রয়োজন কেন?

    মানচিত্রে স্কেলের প্রয়োজন কেন?


    * প্রধানত দুটি কারণে -

    1. মানচিত্রের মূলত পৃথিবীপৃষ্ঠের সমগ্র বা আংশিক এলাকার বিভিন্ন স্থান ও বিষয়গুলির অবস্থান দেখানো হয়। আর স্কেলের  মাধ্যমে উপস্থাপিত বিষয়গুলির সঙ্গে প্রকৃত ভূপৃষ্ঠের রচিত হয়। মানচিত্র হয়ে ওঠে বিজ্ঞানসম্মত। 

    2. প্রতিটি মানচিত্রে হল বিশাল পৃথিবীপৃষ্ঠের ক্ষুদ্র রুপ, অর্থাৎ মানচিত্র সবসময় প্রকৃত ভূমি ভাগে তুলনায় ছোট হয়। সুতরাং ব্যবহারকারীর উদ্দেশ্য অনুযায়ী সঠিক মানচিত্রে আঁকতে গেলে স্কেলের ওপর নির্ভর করতেই হবে।অন্যথায় সেই মানচিত্রটি একটি সাধারন নকশা হিসেবে বিবেচিত হবে।


    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال