কোনো ফলাফল পাওয়া যায়নি

    প্রিজম্যাটিক কম্পাস সার্ভের ধাপসমূহ (steps of prismatic compass survey)

    প্রিজম্যাটিক কম্পাস সার্ভের ধাপসমূহ (steps of prismatic compass survey)



    প্রতিটি লাইনের দুটি করে বিয়ারিং থাকে এবং তা লাইনটির দুই গ্রান্ড থেকে পরিমাপ করা হয়। জরিপ কাজ সেদিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, সেই দিকের বিয়ারিং-কে ফোর বা ফরওয়ার্ড বিয়ারিং এবং ঠিক তার বিপরীত দিকে যে বিয়ারিং মাপা হয় তাকে ব্যাক বিয়ারিং বলা হয়। যথা- 7.7 নং চিত্রে এ থেকে ৪-এর বিরায়িং হল AB লাইনের ফরওয়ার্ড বিয়ারিং (F.B.) এবং ৪ থেকে এ-এর বিয়ারিং মাপা হয় তা হবে AB লাইনের ব্যাক বিয়ারিং (B.B.)। কিন্তু আমাদের জরিপকার্য কম সময়ে করার জন্য এ স্টেশনে কম্পাস বসিয়ে সামনের দিকে (ঘড়ির কাঁটার দিকে) ৪-কে এবং পিছনের দিকে (ঘড়ির কাঁটার বিপরীত দিকে) কে দেখে বিয়ারিং মাপা হয়। আর ৪ স্টেশনে কম্পাস বসিয়ে সামনের দিকে -েকে এবং পিছনের দিকে A-কে দেখে বিয়ারিং মাপা হয়। অনুরূপভাবে এবং স্টেশনে compass বসিয়ে বিয়ারিং মাপা হয়।

    STATION: A

    ①A স্টেশনে compass বসিয়ে ৪ স্টেশনে স্থাপিত রেক্সিং রডটির দিকে তাকিয়ে 70 ^ 0 * 15 deg পাঠ নেওয়া হল যা AB লাইনের F. B. এই পাঠটিকে। নং ঘরে লেখা হল।

    ② এরপর compass ঘুরিয়ে স্টেশনে স্বাপিত রেঞ্জিং বডটির দিকে তাকিয়ে 136 ^ 0 পাঠ নেওয়া হল যা DA লাইনের B.B. এই পাঠটিকে ৪ নং ঘরে লেখা হল।

    STATION: B

    ① B স্টেশনে compass বসিয়ে স্টেশনে স্থাপিত রেঞ্জিং রডটির দিকে তাকিয়ে 130 ^ 0 পাঠ নেওয়া হল যা লাইনের F. B. এই পাঠটিকে ও নং ঘরে লেখা হল।

    ② এরপর compass ঘুরিয়ে এ স্টেশনে স্থাপিত রেঞ্জিং রডটির দিকে তাকিয়ে 249 ^ 0 * 15' পাঠ নেওয়া হল যা AB লাইনের ৪.৪. এই পাঠটিকে ২ নং ঘরে লেখা হল।

    STATION:C

    (1)c স্টেশনে compass বসিয়ে স্টেশনে স্থাপিত রেঞ্জিং রডটির দিকে তাকিয়ে mathcal 240 ^ 0 * 30' পাঠ নেওয়া হল যা CD লাইনের F.B. এই পাঠটিকে ১নং ঘরে লেখা হল।

    (2)এরপর compass ঘুরিয়ে ৪ স্টেশনে স্থাপিত রেঞ্জি রডটির দিকে তাকিয়ে 311 ^ 0 পাঠ নেওয়া হল যা BC লাইনের B.B. এই পাঠটিকে এ নং ঘরে লেখা হল।

    STATION: D

    ① D স্টেশনে compass বসিয়ে এ স্টেশনে স্থাপিত রেঞ্জিং রডটির দিকে তাকিয়ে 314 ^ 0 পাঠ নেওয়া হল যা DA লাইনের ৪.৪. এই পাঠটিকে 7 নং ঘরে লেখা হল।

    ② এরপর compass ঘুরিয়ে স্টেশনে স্থাপিত রেঞ্জিৎ রডটির দিকে তাকিয়ে 57 ^ 0 * 30 deg পাঠ নেওয়া হল যা CD লাইনের B.B. এই পাঠটিকে ৪ নং ঘরে লেখা হল।

    অর্থাৎ station A = 1, 8   station c = 5, 

    station B 3,2।      station D = 7,

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال