welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

Isopleth showing climatological map- isotherm

Isopleth showing climatological map- isotherm


সংজ্ঞা (definition)

সম-উয়তা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, তাকে সমোয় রেখা (Isotherm- Iso equal; therm = heat বা temperature) বলে। একটি সমোয় রেখায় অবস্থিত সব কটি স্থানের উন্নতা সমান। সমোয় রেখাগুলির মান সব সময় ^ C বা°F-এ দেখানো হয়। যেমন 10 deg * c বা 15 ^ 0 * c সমোন্তরেখা। এরূপ মানচিত্রকে সমোয়রেখা মানচিত্র (isotherm map) বলে।

সময় রেখার অংকন (drawing of isotrem)

কোন একটি দেশের কোন একটি নির্দিষ্ট মাসে অথবা কোন একটি নির্দিষ্ট দিনে সমস্যার আগে ওই দেশের একটি রেখা মানচিত্র আঁকতে হবে। তারপর যেসব স্থানে উষ্ণতা দেখায় আছে সেসব স্থানে এক একটি বিন্দুর দ্বারা মানচিত্রে চিহ্নিত করতে হবে। এই বিভিন্ন স্থানে প্রকৃত উষ্ণতাকে সমুদ্রের সমতলের উচ্চতা পরিবর্তিত করে ওই পরিবর্তিত উষ্ণতার নির্দিষ্ট স্থান গুলির পাশে লিখে দিতে হবে। 

4.4 নং চিত্রে ভারতের সমোষন রেখার মানচিত্র 10°c,15°c,20°c,25°c সমস্যার জন্য রেকার আকার হয়েছে। এই মানচিত্র টি লক্ষ্য করলে দেখা যায় যে মাত্র 2 স্থানের উষ্ণতা20°c। সুতরাং 20°c সমোষ্ন রেখার আকার সময় কেবল ওই স্থান বিন্দুগুলির যোগ করে ই চলবে না। যেসব অবস্থা নিয়ে উষ্ণতা 20°c এর কম এবং 20°c  এর বেশি কাঁদেও কল্পিত সরলরেখা দিয়ে যুক্ত করার প্রয়োজন। এরপর কল্পিত সরলরেখা বরাবর কোন উষ্ণতা 20°c হতে পারে তা স্থির করে সে সব স্থানের উপর দিয়ে 20°c সমোষ্ন রেখাটির আঁকতে হবে। ঠিক একই ভাবে 10°c,15°c,20°c,25°c সমোষ্ন রেখার গুলি আঁকতে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01