কোনো ফলাফল পাওয়া যায়নি

    কোরোস্কিম্যাটিক মানচিত্র-এর ধারণা (concept of choroschematic map)

    কোরোস্কিম্যাটিক মানচিত্র-এর ধারণা (concept of choroschematic map)


    সংজ্ঞা (definition)

     1] প্রচলিত রীতিতে কোন একটি স্থানে বিভিন্ন উপাদানের বন্টন বিভিন্ন ছবি ও চিহ্নের দ্বারা দেখানো হলে সেই মানচিত্র কোরোস্কিম্যাটিক মানচিত্র বলে। 

    2] যখন একবার একাধিক পরিসংখ্যান তথ্য প্রতিপদ সুবিধা জনক বলা সহজ বাদ্য সমূহ আকৃতি বা বিবিধ আকৃতি প্রচলিত প্রতীকের মাধ্যমে মানচিত্রের উপর সুন্নিবেশ করা হয় তখন এই মানচিত্রকে প্রতীক যুক্ত মানচিত্র বা কোরোস্কিম্যাটিক মানচিত্র বলে। 

    উদাহরণ (example)

    পশ্চিম মেদিনীপুর জেলায় গণিত সম্পদের বন্টন। 

    সুবিধা (advantage) 1. এই মানচিত্রের সুবিধা হল একটি মানচিত্রের মাধ্যমে একসঙ্গে অনেকগুলি বিষয় দেখানো সম্ভব 

    2. অতীত বা ছবি দ্বারা বর্ণনা হওয়ার এটা খুব সহজে বোঝা যায় চিত্তকর্ষক হয় এবং পাঠকের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। 

    3. বর্তমানে অধিকাংশ মাসিক বা দৈনিক পত্রিকা এই প্রকার চিত্র লেখের ব্যবহার দেখতে পাওয়া যায়। ধান, গম, সিমেন্ট প্রভৃতি বোঝাতে দস্তার চিত্র, খনিজ তেল, সরিষা তেল প্রভৃতি তরল বোঝাতে ব্যারেল বা ড্রামের চিত্র পতিত রূপে ব্যবহৃত হয়।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال