কোনো ফলাফল পাওয়া যায়নি

    মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি"-কথা বলছে কে কাকে বলেছিল? বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝিয়েছে?

    "মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি"-কথা বলছে কে কাকে বলেছিল? বক্তা ছুটি হয়েছে বলতে কি বুঝিয়েছে?


    উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের রচতা “ছুটি” নামক ছাট গল্পে উল্লেখিত উক্ত টি বক্তা গ্রাম্য বালক ফটিক। ফটিক কথাগুলি তার মাকে বলেছে।

    ছুটি বলতে কী বোঝানো হয়েছে:  ফটিক গ্রামের দুরন্ত অবাধ্য দামাল বালক। গ্রামের পরিবেশে আবাধ বিচরণ , স্বাধীনভাবে ছেলে বেড়ানো ঘুরে বেড়ানো, ফটিকে যখন হঠাৎ তার মামা কলকাতায় নিয়ে যায় তখন, ফটিক নিজেকে আর খুঁজে পায় না। শহর কলকাতায় ইটের পাথরের দেওয়ালে আটকা পড়ে যায়। সেখান থেকে বারবার তার গ্রামের কথা মনে পড়ে। বারবার সেই গ্রামের পরিবেশে ছুটে পালিয়ে আসতে চায়। ছুটি পেতে চায়। মামা বাড়ি তার কাছে কারাগার মনে হতে থাকে। এমনকি মামিমার কাছে অবহেলা  পেতে পেতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে। একসময় প্রবল জ্বরে পরে জ্বরের ঘোরে  সে প্রলাম বকতে থাকে। তার বিধবা মাকে খবর দেয়া হয়। মা ফটিকের কাছে পৌঁছানো মাত্র তাকে আদর করে ডাকতে থাকে। ফুটি জ্বরের ঘরের তার মাকে বলে,"মা এখন আমার ছুটি হয়েছে মা, আমি বাড়ি যাচ্ছি" অর্থাৎ ফটিক চিরকালের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ছুটি নিয়ে চলে গেল। ফটিকের মৃত্যু হল।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال