কোনো ফলাফল পাওয়া যায়নি

    গোলকীয় ত্রিভূজের বৈশিষ্ট্য (Properties of any Spherical Triangle)

    গোলকীয় ত্রিভূজের বৈশিষ্ট্য (Properties of any Spherical Triangle)


    গোলকীয় ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-

    1. এই ত্রিভুজের দুটি বাহুর পরিমাপ সব সময় তৃতীয় বাহুর তুলনায় বড় হয়।

    2. Spherical Traingle-এর অন্তবর্তী কোণগুলির যোগফল 180 deg চেয়ে বেশি হয় ও 540 deg এর কম হয়।

    3. Spherical Traingle-এর যে কোন কোণের কৌণিক মাপ 180 deg -এর কম হয়।

    4. ত্রিভুজের একটি বাহু বা একটি কোণ সবসময় 180 deg - কম হয়।

    Cosine Formula:

    চিত্রে প্রদর্শিত Spherical Traingle এর ৮ এবং c দুটি বাহু ও angle A তাদের অন্তর্বর্তী কোণ হয় তবে cos a= cos b cos e + sin b sin e cos A হবে।

    Sin Formula: (sin A)/(sin a) = (sin B)/(sin b) = (sin C)/(sin c)

    Nautical Mile: নটিক্যাল মাইল বলতে পৃথিবী পৃষ্ঠে মহাবৃত্তরেখা বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে উৎপন্ন। মিনিট কৌণিক পরিমাপের মধ্যবর্তী দূরত্ব। Natical mile হিসেবে গণ্য করা হয়।

    1নটিক্যাল মাইলকে 6080 ফুট হিসেবে গণ্য করা হয়।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال