কোনো ফলাফল পাওয়া যায়নি

    GIS বিশ্লেষণের প্রায়োগিক ক্ষেত্র (Practical Step to Performing GIS Analysis)

    GIS বিশ্লেষণের প্রায়োগিক ক্ষেত্র (Practical Step to Performing GIS Analysis)


    GIS ব্যবস্থায় তথ্য বিশ্লেষণের জন্য কতকগুলি ব্যবহারিক ধাপ মেনে চলা প্রয়োজন। সেগুলি হল-

    (i) প্রশ্নগুলিকে একত্রীকরণ করা।

    (ii) তথ্য সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং তথ্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।

    (iii) তথ্য বিশ্লেষণের জন্য একটি পদ্ধতি বাছাই করা।

    (iv) নির্দিষ্ট পদ্ধতিতে তথ্যের বিশ্লেষণ করা।

    (v) প্রয়োজনীয় ফল লাভ করা।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال