কোনো ফলাফল পাওয়া যায়নি

    GIS ব্যবস্থা প্রয়োগের পরিধি (Area of GIS Application)

    GIS ব্যবস্থা প্রয়োগের পরিধি (Area of GIS Application)


    বর্তমানে GIS-একটি এমন জায়গায় পৌঁছেছে যে জীবনের প্রতিটি পদক্ষেপেই GIS-একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত 10 বছরে GIS এমত অভূতপূর্ব ও চমকপ্রদ সাফল্য অর্জন করেছে যে ইহা আমাদের সমাজের মূলস্রোতের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকেই GIS-এর সম্বন্ধে অবগত না হয়েও GIS Technology ব্যবহার করেন, বিশেষত তখনই যখন GIS Technology Wet Technology এর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে। নীচে কিছু স্থান বা বিষয় সম্পর্কে বর্ণনা করা হল, যেখানে GIS বহুলভাবে ব্যবহৃত হয়-

    1. সুবিধা সম্পাদন (Facilities Mangement): Large Scale-এর Map ও নিখুঁত Map এবং Network Analysis প্রভৃতি GIS-এর Product-গুলি প্রধানত Utility Management, Network Management, মাটির নীচে পাইপ ও Cable-এর অবস্থান, Telecommunication Network Services, Energy Used Tracking Planning, Infrasturcture Planning-এর কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়।

    2. পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা (Environment and Natural Resource Management): মাঝারি বা ছোট স্কেল যুক্ত মানচিত্র এবং উপগ্রহ চিত্র বা বিমান চিত্রের Overlay Technique দ্বারা প্রকতিক সম্পদ এবং পরিবেশের এর বিভিন্ন প্রভাব বর্ণনা করা যায়। যেমন-

    i) Natural hazard and disaster management and mitigration.

    ii)Population monitoring.

    iii)Environmental impact Assessment (EIA).

    iv) Water facility site location.

    v) Ground water modelling

    vi) Contamination tracking.

    এছাড়াও Crop, Management of Forest, Agricultural Lands, Water Resource, Wetlands ইত্যাদির ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রেও GIS কাজে লাগে।

    3. সড়ক অন্তর্জাল (Street Network): বড় স্কেল যুক্ত মানচিত্র বা মাঝারি স্কেল যুক্ত মানচিত্র এবং দৈশিক বিশ্লেষণ ইত্যাদি।

    i) Vehicle Routing

    ii) House Location

    iii) Street Planning

    -এ কাজে GIS-এর বহুল ব্যবহার স্বীকৃত।

    4. পরিকল্পনা ও কারিগরি বিদ্যায় (Planning and Engineering): বড় বা মাঝারি স্কেল এর মানচিত্র ও বিভিন্ন Engineering Models যা Civil Engineering নামে পরিচিত তা GIS-এর সাহায্যে Planning করা হয়। যেমন।

    i) Urban and Regional Planning

    ii) Rural Planning

    iii) Development of Public Facilities

    iv) Route Location of Highway

    5. ভূমিভাগের তথ্য ব্যবস্থাপনায় (Land Information System): Large Scale Cadastre map বা Land Parcel map এবং দৈশিক বিশ্লেষণ দ্বারা-

    i) Cadastre Administration

    ii) Taxation

    iii) Zoning of Land use

    iv) Land Acquisition করা হয়।

    6. অর্থনৈতিক পরিষেবায় (Financial Service): এই ক্ষেত্রে-

    i) Insurance Claim/Risk Modeling

    ii) Demographic Profiling

    iii) Target Marketing

    -ইত্যাদি বিষয়ে GIS-এর ব্যবহার করা হয়।

    এইভাবে সরকারী ও বেসরকারী উভয়পক্ষই GIS-কে তাদের নিজেদের প্রয়োজনে বিস্তৃত ভাবে ব্যবহার করে। সরকারের জাতীয়, রাজ্য ও স্থানীয় সবস্তরেরই GIS-কে প্রচুরভাবে ব্যবহার করা হয়। যেমন-

    A. কেন্দ্রীয় সরকার (Central Government):

    1) Central Administration

    2) Natural Resource Management

    3) Defence and Intelligence

    4) Internal Security

    5) Disaster Management

    6) Agriculture

    7) Health and Family Welfare Service

    8) Housing and Urban development

    9) Transportation

    10) Energy

    11) Commerce

    B. রাজ্য সরকার (State Government):

    1) State Administration

    2) Agriculture

    3) Commerce

    4) Health Service

    5) Housing and Urban Development

    6) Rural Development

    7) Environmental Management

    8) Natural Resource Conservation

    9) Transportation

    10) Tourism

    C. আঞ্চলিক সরকার (Local Government):

    1) Local Administration (যেমন-গ্রাম পঞ্চায়েত)

    2) Local Planning and Area Development

    3) Public Works and Utilities

    4) Hazard Management

    5) Police

    6) Housing

    7) Recreation ইত্যাদি

    বেসরকারী ক্ষেত্রেও GIS-এর ব্যবহার ক্রমবর্ধমান।


    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال