কোনো ফলাফল পাওয়া যায়নি

    বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং (Rain Water Harvesting)

    বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং (Rain Water Harvesting)

    জলের অভাব মেটাতে বৃষ্টির জল সংরক্ষণ একটি কার্যকরী পদক্ষেপ। পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির জল সংরক্ষণের উৎসাহ ও উদ্যোগ সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি নিম্নরূপ-

    (১) ছাদের বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ :এই পদ্ধতিতে ছাদে বৃষ্টির জল আটকে সুনিয়ন্ত্রিতভাবে তা ভু-পৃষ্ঠস্থ বা ভূ-গর্ভস্থ জলাধারে প্রেরণ করে সংগৃহীত হয়। গৃহস্থালির প্রয়োজনে এই জল পরে ব্যবহার করা হয়।

    (২) ভূ-পৃষ্ঠস্থ জলধারার জল সংগ্রহ ও সংরক্ষণ: বৃষ্টির জল যখন ভূমিভাগের মৃত্তিকাকে সম্পৃক্ত করে ফেলে তখন অতিরিক্ত জল ভূ-পৃষ্ঠস্থ জলাধারারূপে নিকাশিত হয়। এই অতিরিক্ত জল একত্র সংগ্রহ করে নির্মিত ভূ-পৃষ্ঠস্থ বা ভূ-গর্ভস্থ জলাধারে প্রেরণ করে সংগৃহীত হয়। ভৌমজলের পুনঃপ্রাপ্তিতেও এই জল ব্যবহার করা যায়।

    এভাবে জল সংরক্ষণ ভৌমজলের উত্তোলনের প্রয়োজনীয়তাকে হ্রাস করে এবং কৃষক ও গৃহস্থের হাতের কাছেই সংরক্ষিত জল থাকায় ভবিষ্যতে জলসেচ বা পানীয় জলের প্রয়োজনে তা ব্যবহার করা যায়। এভাবে জল সংরক্ষণ করলে রাস্তাঘাটে জল দাঁড়িয়ে থাকার সমস্যা অনেকাংশে দূরীভূত হয়। গ্রীষ্মকালীন বা শুখা মরশুমে জলের সমস্যা লাঘব হয়।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال