welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জলবায়ুবিদ্যার সংজ্ঞা ( Definition of Climatology)

 জলবায়ুবিদ্যার সংজ্ঞা ( Definition of Climatology)

'Climatology' পদবাচ্যটি দুটি গ্রিক শব্দ 'Clima' অর্থাৎ ঢাল বা অবক্রম এবং 'logy' বা 'logos' অর্থাৎ বিদ্যা বা বিজ্ঞান-এর সমন্বয়ে গঠিত। এখানে 'Clima' বলতে অক্ষাংশ ভেদে জলবায়ুর উপাদানগুলির ধারাবাহিক পরিবর্তনকে বোঝানো হয়েছে। জলবায়ুবিদ্যার মূল আলোচ্য বিষয়বস্তু হল জলবায়ুর অধ্যয়ন।

ক্রিচফিল্ড (Critchfield)-এর মত অনুযায়ী

ক্রিচফিল্ড (Critchfield)-এর মত অনুযায়ী, জলবায়ুবিদ্যা হল বিজ্ঞানের এমন একটি শাখা, যা জলবায়ুর প্রকৃতি বিচারবিশ্লেষণ ও স্থানভেদে এদের তারতম্যের কারণ ব্যাখ্যা করে এবং প্রাকৃতিক পরিবেশ ও মানুষের কার্যাবলির সঙ্গে জলবায়ু কীভাবে সম্পর্কিত তার স্বরূপ উদ্‌ঘাটন করে। (Climatology is the science that seeks to describe and explain the nature of climates, why it differs from place to place and how it is related to other elements of the natural environment and human activities.)

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) অনুযায়ী 

জলবায়ু বলতে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির 30-35 বছরের গড় অবস্থাকে বোঝায়। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) অনুযায়ী কোনো অঞ্চলের জলবায়ু নির্ধারণের ক্ষেত্রে সাধারণত 31 বছরের আবহাওয়ার উপাদানগুলির সামগ্রিক অবস্থা বিচার করা উচিত।

কোপেন এবং ডে-লং (Koppen and De Long)-এর মত

কোপেন এবং ডে-লং (Koppen and De Long)-এর মত অনুযায়ী, জলবায়ু দীর্ঘ সময় ধরে আবহাওয়ার উপাদানগুলির সমন্বয়ের সংক্ষিপ্তসার। ("Climate is a summary, a composite of weather conditions over a long period of time". -Koppen and De Long)¹

ট্রেওয়ার্থা (Trewartha) প্রদত্ত সংজ্ঞা

ট্রেওয়ার্থা (Trewartha) প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, জলবায়ু হল কোনো একটি অঞ্চলের দীর্ঘকালীন বায়ুমণ্ডলীয় উপাদানগুলির সার্বিক অবস্থা। ("Climate represents a composite of the day to day weather conditions, and of atmospheric elements, within a specified area over a long period of time". -G. T. Trewartha)

গ্রিফিথ টেলর (G. Taylor) প্রদত্ত সংজ্ঞা

গ্রিফিথ টেলর (G. Taylor) প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী, জলবায়ু হল আবহাওয়ার সমন্বয়। আবার, আবহাওয়া হল জলবায়ুর বিভাজিত রূপ। সময়ই আবহাওয়া এবং জলবায়ুর পৃথকীকরণের প্রধান উপাদান। ("Climate is the integration of weather and weather is the differentiation of climate. The distinction between weather and climate is mainly one of time- G. Taylor) .


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01