welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali
পোস্টগুলি

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠ ভূমিরূপ (প্রথম অধ্যায়) মাধ্যমিক ভূগোল প্রশ্ন ও উত্তর | Madhyamik Geography Bahirjata Prakriya Question and Answer 2023

Best for Madhyamik 2022 / 2023

         MCQ    


1 বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে— 


(A) ভূপৃষ্ঠের উপরিভাগে 


(B) ভূপৃষ্ঠের ভিতরে


(C) মহাশূন্যে 


(D) সমুদ্রতলদেশে 


Ans: (A) ভূপৃষ্ঠের উপরিভাগে


2 নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের – 


(A) বহির্জাত প্রক্রিয়া 


(B) মহাজাগতিক প্রক্রিয়া


(C) অন্তর্জাত প্রক্রিয়া


(D) জৈবিক প্রক্রিয়া


Ans: (A) বহির্জাত প্রক্রিয়া


3 যে – প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় , তা হল –


(A) পর্যায়ন 


(B) অবরোহণ 


(C) আরোহণ 


(D) বিচূর্ণীভবন 


Ans: (C) আরোহণ


4 কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়— 


(A) আরোহণ


(B) পাতসংস্থান 


(C) অধঃক্ষেপণ


(D) পর্যায়ন 


Ans: (D) পর্যায়ন 


5 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল –


(A) ক্ষয়ীভবন


(B) নগ্নীভবন 


(C) বিচূর্ণীভবন


(D) পর্যায়ন


Ans: (D) পর্যায়ন


6 আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে – 


(A) মহিভাবক প্রক্রিয়া 


(B) গিরিজনি প্রক্রিয়া


(C) অঙ্গারযোজন 


(D) নগ্নীভবন


Ans: (D) নগ্নীভবন


7 কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় ?


(A) নদী


(B) হিমবাহ


(C) বায়ুপ্রবাহ


(D) সমুদ্রতরঙ্গ 


Ans: (A) নদী


8 প্লাবনভূমি , বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন্ পদ্ধতিতে সৃষ্টি – 


(A) বিচূর্ণীভবন


(B) আরোহণ


(C) যান্ত্রিক আবহবিকার


(D) অবরোহণ


Ans: 


9 ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল –


(A) নগ্নীভবন


(B) অবরোহণ 


(C) আরোহণ


(D) পর্যায়ন


Ans: (D) পর্যায়ন


10 বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতিতে তা হল— 


(A) পর্যায়ন


(B) অবরোহণ


(C) পুঞ্জক্ষয়


(D) আরোহণ


Ans: (D) আরোহণ


11 ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয়— 


(A) উচ্চভূমি


(B) পর্যায়িত ভূমি


(C) পাদসমভূমি


(D) সমপ্ৰায়ভূমি


Ans: (B) পর্যায়িত ভূমি


12 কোন্ প্রক্রিয়াটির সঙ্গে ‘ ক্ষয় ‘ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত –


(A) অবরোহণ


(B) আরোহণ


(C) পর্যায়ন


(D) আবহবিকার


Ans: (A) অবরোহণ


13 কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় ?


(A) পর্যায়ন


(B) অবরোহণ 


(C) আরোহণ


(D) নগ্নীভবন


Ans: 


14 শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া –


(A) ক্ষয়ীভবন


(B) পর্যায়ন


(C) নগ্নীভবন


(D) আবহবিকার


Ans: (D) আবহবিকার


15 নিম্নলিখিত কোন্ রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যাবে— 


(A) উত্তরাখণ্ড 


(B) ওড়িশা 


(C) মধ্যপ্রদেশ


(D) বিহার 


Ans: (B) ওড়িশা


ভূমিরূপ পরিবর্তনে কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক ?


(A) নদী 


(B) বায়ু 


(C) হিমবাহ


(D) সমুদ্রতরঙ্গ


Ans: (D) সমুদ্রতরঙ্গ


        সংক্ষিপ্ত প্রশ্নোত্তর        

 1 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Geomorphic Process ) বলতে কী বোঝ ? 


Ans: যেসকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের উপরিভাগে নানা ভূমিরূপের সৃষ্টি , বিনাশ , পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে , তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Geomorphic Process ) বলে ।


2 কোন্ দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয় ?


Ans: অন্তর্জাত প্রক্রিয়া ( Endogenetic Process ) এবং বহির্জাত প্রক্রিয়া ( Exogenetic Process ) – এর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয় । 


3 অন্তর্জাত প্রক্রিয়া ( Endogenetic Process ) কাকে বলে ?


Ans: ভূঅভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিক ভাবে কঠিন ভূত্বকের যে – ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে , তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় ।


4 বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Exogenetic Process ) বলতে কী বোঝ ?


Ans: ভূবহিস্থ বা পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকেই বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে । 


5 বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি কী কী ?


Ans: বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি হল নদী বা জলধারা , হিমবাহ , বায়ু , সমুদ্রতরঙ্গ , ভৌমজল ইত্যাদি ।


6 পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়া ( Gradation ) কাকে বলে ?


Ans: ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয় । Chamberlin এবং Salisbury নামক দুই ভূবিজ্ঞানী প্রথম ‘ পর্যায়ন ‘ বা ‘ Gradation ‘ শব্দটি ব্যবহার করেন ।


7 কোন্ দুটি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয় ?


Ans: অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয় ।


8 অবরোহণ প্রক্রিয়া ( Degradation ) কাকে বলে ?


Ans: যে – প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গাকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতলভূমিতে পরিণত করে , তাকে বলে অবরোহণ প্রক্রিয়া । জেনে রাখো :


 বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমসমূহ : ( i ) স্থির বা স্থিতিশীল প্রাকৃতিক শক্তি ( আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহ যেমন — উয়তা , আর্দ্রতা , বৃষ্টিপাত ) এবং ( ii ) গতিশীল প্রাকৃতিক শক্তি ( নদনদী , বায়ুপ্রবাহ , হিমবাহ ইত্যাদি ) । 


9 আরোহণ প্রক্রিয়া ( Aggradation ) কাকে বলে ?


Ans: বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয়কার্যের ফলে স্থলভূমির নীচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরোহণ প্রক্রিয়া বলা হয় ।


10 অবরোহণ ও আরোহণের মূল পার্থক্য কী ?


Ans: অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মূল পার্থক্য হল— অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায় এবং আরোহণ প্রক্রিয়ায় সঞ্জয়কার্যের মাধ্যমে নীচু ভূমি ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে ।


11 পর্যায়িত ভূমি ( Graded Landform ) কাকে বলে ? 


Ans: ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে , তখন সেই ভূমিরূপকে পর্যায়িত ভূমি বলা হয় ।


12 আবহবিকার ( Weathering ) কাকে বলে ?


Ans: আবহাওয়ার বিভিন্ন উপাদান , যেমন — উন্নতা , আর্দ্রতা , বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের যান্ত্রিক পদ্ধতিতে বিচূর্ণন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজন হওয়াকে আবহবিকার বলে ।


13 আবহবিকার যান্ত্রিক , রাসায়নিক ও জৈবিক ক্ষয়ীভবন ( Erosion ) কী ?


Ans: ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয় । এটি একটি গতিশীল প্রক্রিয়া ।


14 পুঞ্জিত ক্ষয় ( Mass wasting ) কাকে বলে ?


Ans: উচ্চভূমির ঢালের মৃত্তিকা ও শিলাস্তর অভিকর্ষের টানে ঢাল বেয়ে নীচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে । 


15 নগ্নীভবন ( Denudation ) কাকে বলে ?


Ans: আবহবিকার , পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন — এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় । এর ফলে নীচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে । 


16 এই প্রক্রিয়াকেই নগ্নীভবন বলে । নগ্নীভবনের সূত্রটি কী ?


Ans: নগ্নীভবনের সূত্রটি হল— = নগ্নীভবন = আবহবিকার + পুঞ্জিত ক্ষয় + ক্ষয়ীভবন ।


17 ক্ষয়সীমা কাকে বলে ? 


Ans: ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নীচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে , তা হল ক্ষয়সীমা । সমুদ্রতল হল শেষ ক্ষয়সীমা । J W Powell হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক ।


18 ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মূল পার্থক্য কী ?


Ans: ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ হল ক্ষয়ীভবন । অপরদিকে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর পদার্থ নেমে আসা হল পুঞ্জিত ক্ষয় । 

 সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর 

1 অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক’— কারণ ব্যাখ্যা করো ।


Ans: ভূঅভ্যন্তরীণ শক্তি ভূপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ গঠনের জন্য যে পদ্ধতিতে কাজ করে , তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় । মহিভাবক ও গিরিজনি আলোড়ন , ভূমিকম্প , অগ্ন্যুৎপাত ইত্যাদি নানা প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের আপেক্ষিক স্থানান্তর ঘটে এবং ফলস্বরূপ প্রধান ভূপ্রকৃতিরূপে মহাদেশ ও মহাসাগর কিংবা পর্বত , মালভূমি ও সমভূমি গঠিত হয় । অপরদিকে ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠীয় অংশে বাইরের শক্তিসমূহ যে পদ্ধতিতে নগ্নীভবন ঘটায় , তাকে বহিজাত প্রক্রিয়া বলা হয় । আবহবিকার , পুঞ্জিত ক্ষয় , ক্ষয়ীভবন ( নদীপ্রবাহ , বায়ু , সমুদ্রতরঙ্গ , হিমবাহ ইত্যাদি ) ইত্যাদি প্রক্রিয়া ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে অণু ভূমিরূপ গঠনে সাহায্য করে । তাই উভয় প্রক্রিয়ার কাজের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এটি বলাই যায় যে , ‘ অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক ।


বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো ।


Ans: বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল— ( i ) এই প্রক্রিয়া অত্যন্ত ধীরে ধীরে কাজ করে । ( ii ) ভূপৃষ্ঠে ও তার উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত প্রক্রিয়ার প্রভাব লক্ষ করা যায় । ( iii ) এই প্রক্রিয়ার মাধ্যমে নগ্নীভবন ক্রিয়ায় ( অবরোহণ ) উঁচু স্থান নীচু হয়ে যায় এবং সঞ্চয়কার্যের ( আরোহণ ) দ্বারা নীচু স্থান ভরাট হয়ে উঁচু হয় । ( iv ) এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি হল — নদী , আবহবিকার , হিমবাহ , বায়ুপ্রবাহ , সমুদ্রতরঙ্গ , ভৌমজল ইত্যাদি । ( v ) এই অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে ও কোথাও সম্মিলিতভাবে কাজ করে । ( vi ) ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল সৌর শক্তি । 


3 অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী ?


Ans: অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল- 

 ( i ) এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় । 

( ii ) বিভিন্ন ক্ষয়জাত অণু ভূমিরূপ সৃষ্টি হয় ।

 ( iii ) ভূত্বকের উঁচু অংশেই মূলত অবরোহণ প্রক্রিয়া কাজ করে । 

( iv ) আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন — এই তিনটি প্রক্রিয়ার দ্বারা অবরোহণ সংগঠিত হয় ।

 ( v ) অবরোহণের শেষ সীমা বা ক্ষয়ের শেষ সীমা হল নিকটতম সমুদ্রপৃষ্ঠ ।

 ( vi ) এটি একটি ধীর প্রক্রিয়া । 


4আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী ?


Ans: আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল—

 ( i ) এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় । 

( ii ) বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়ের ফলে এই ত প্রক্রিয়া সম্পন্ন হয় । 

( iii ) ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের সঞয়জাত অণু ভূমিরূপ গঠিত হয় ।

 ( iv ) ভূমির ঢাল , পলি ও বালির পর্যাপ্ত ও নিয়মিত জোগান = হল আরোহণের নিয়ন্ত্রক ।

 ( v ) এটি একটি ধীর প্রক্রিয়া ।


5 বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কীভাবে কার্যকর হয় ?


Ans: ভূমির উচ্চতা পার্থক্য বা ঢালের পার্থক্যের কারণে অভিকর্ষজ বল – এর সৃষ্টি হয় । এই অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তিগুলি গতিপ্রাপ্ত হয় , যা গতিশক্তি বা Kinetic energy নামে পরিচিত । এই গতিশক্তির প্রভাবেই নদী , হিমবাহ প্রভৃতি শক্তি ক্ষয় , বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটায় ।


6 বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কীভাবে সমতলে পরিণত হয় ।


Ans: পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমতলে পরিণত হয় । অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন । অবরোহণ প্রক্রিয়ায় একদিকে যেমন উঁচুভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু । ভূমিতে পরিণত হয় , অপরদিকে আরোহণ প্রক্রিয়ায় নীচু ভূমিতে ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হয়ে উঁচু ভূমিরূপ গঠন করে । এটি একটি নিরন্তর প্রক্রিয়া । আরোহণ ও অবরোহণ এই দুই প্রক্রিয়ার ফল হল পর্যায়ন । এইভাবেই ক্রমাগত চলতে থাকা এই পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষয় , পরিবহণ ও সঞ্চয়কাজে ভারসাম্য আসে ও ভূমির সমতলীকরণ ঘটে । জেনে রাখো :


 ভূমিরূপ অঞ্চল ( Morphogenetic region ) : যে – অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের বিশেষ শক্তি ক্ষয় , বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায় , সেই অঞ্চল হল ভূমিরূপ অঞ্চল । L Peltier হলেন Morphogenetic ধারণার প্রবর্তক । 


7 বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্ক কী ?


Ans: কোনো অঞ্চলের ভূমিরূপের সঙ্গে জলবায়ুর সম্পর্ক অত্যন্ত গভীর । কোনো নির্দিষ্ট অঞ্চলে কী ধরনের ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি কাজ করবে সেটি নির্ভর করে অঞ্চলের উন্নতা , বৃষ্টিপাত ও আর্দ্রতার ওপর । 


  উদাহরণস্বরূপ — উয় আর্দ্র অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে যেমন মুখ্য ভূমিকা নেয় নদী , তেমনি হিমমণ্ডলে হিমবাহ এবং উন্ন শুষ্ক অঞ্চলে বায়ু । অপরদিকে উয় মরু অঞ্চলে দৈনিক উন্নতার প্রসর বেশি হওয়ার জন্য যান্ত্রিক আবহবিকার বেশি পরিলক্ষিত হয় , এবং আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় ।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01