কোনো ফলাফল পাওয়া যায়নি

    মার্বেল( MARBLE)

    মার্বেল( MARBLE)


    উৎপত্তি 

    পাললিক শিলার অন্তর্গত চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়।



    • বৈশিষ্ট্য

     মার্কেল সাধারণত সাদা (বিশুদ্ধ ডলোমাইট থেকে গঠিত হলে) হয়। তবে কালো, লালচে, সবুজ, হলদে প্রভৃতি নানা রঙের মার্বেল পাথর দেখতে পাওয়া যায়। মার্বেল পাথরের মধ্যে থাকে ডলোমাইট, হর্ণব্লেন্ড, ট্যাঙ্ক প্রভৃতি উপাদান। এই শিলা চক্চকে মসৃণ ও মজবুত। সৌখিন প্রাসাদ, মন্দির, ঘর-বাড়ি তৈরি করতে মার্বেল পাথর ব্যবহার করা হয়। বিখ্যাত তাজমহল মার্বেল পাথরে নির্মিত।

    শনাকরণের উপায়:


    1 গঠন  : ডলোমাইট, হর্ণব্লেন্ড ও ট্যাঙ্ক। 

    2 আকৃতি :  স্তূপাকৃতি, কেলাসিত ও দৃঢ় সংঘবদ্ধ।

    3 বর্ণ    :  সাদা, কালো, লাল, বাদামি, গোলাপি, হলদে প্রভৃতি

     4 বুনন   :মোজাইক এবং দানা সূক্ষ্ম ও ঘনসন্নিবিষ্ট

    ৫ কাঠিন্য :    নরম।

    6 আপেক্ষিক গুরুত্ব : মধ্যম প্রকৃতির। 

    7 বিক্রিয়া লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে বুদবুদ ওঠে।

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال