কোনো ফলাফল পাওয়া যায়নি

    প্রবাহ চিত্র (flow diangram)-এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী?

    প্রবাহ চিত্র (flow diangram)-এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী?


    উত্তর: অঙ্কিত প্রবাহচিত্র-এর গুরুত্ব অপরিসীম। রেখার সংখ্যা কম বা বেশি অথবা রেখার বেধ সরু বা মোটা হয়। যানবাহন চলাচল বেশি হলে বেধ বা রেখার সংখ্যা বেশি হয়। কোনো অঞ্চলে যদি যানবাহন চলাচল বা যাত্রী গমনা গমন বেশি হয় তবে জানতে হবে যে, ওই অঞ্চল খুবই উন্নত এবং কর্মব্যস্ত। প্রবাহ চিত্রের বিস্তৃতি যানবাহন বা যাত্রী চলাচলের পরিমাণের ওপর নির্ভর করে। চলাচল বেশি হলে প্রবাহের বিস্তৃতি বা মাত্রা বেশি হবে এবং চলাচল কম হলে প্রবাহের বিস্তৃতি বা মাত্রা কম হবে। অর্থাৎ

    ① পরিবহন মাধ্যমের প্রকৃতি ও তার উপর নির্ভরশীলতা বোঝা যায় না।

    ② রাস্তার ওপর পরিবহন ঘনত্ব বোঝা যায়।

    ③ বাণিজ্যিক ও অর্থনৈতিক কাজকর্ম সম্পর্কে ধারণা করা যায়।

    ④ যাত্রী পরিবহনের সংখ্যা ও পণ্য পরিবহনের পরিমাণ জানা যায়।

    ⑤ অধিক, স্বল্প ও মাঝারি গুরুত্বপূর্ণ পরিবহন অঞ্চল চিহ্নিতকরণ করা যায়.

    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال