কোনো ফলাফল পাওয়া যায়নি

    পশ্চিমবঙ্গে Axis Bank এ জেলায় জেলায় কর্মী নিয়োগ 2023

    পশ্চিমবঙ্গে Axis Bank এ জেলায় জেলায় কর্মী নিয়োগ 2023


    চাকরি প্রার্থীদের জন্য সুখবর! সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা কাজের খোঁজে বিভিন্ন জায়গায় আবেদন করছেন খুব সহজেই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়ে এই বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নিতে পারেন। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। প্ৰথমেই জানি রাখি এ ক্ষেত্রে কিন্তু আপনাদের কোন রকমের পরীক্ষা দিতে হবে না। কাজ পেয়ে গেলে আপনারা সরাসরি জয়েনিং করতে পারবেন।

    **মোট শূন্য পদ**:


    ৫৩৯ টি শূন্য পদ রয়েছে যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। জেলা ভিত্তিক নিয়োগ করা হবে এখানে।

    **বয়সসীমা**:


    এখানে নারী-পুরুষ নির্বিশেষে উভয়ের বয়স সীমা হতে হবে 18 থেকে 35 বছর। অর্থাৎ এর মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।

    **শিক্ষাগত যোগ্যতা**:


    এই কাজের ক্ষেত্রে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস (H.S)

    কাজের ভূমিকা এবং বেতন:


    ** Job Profile** :-

    • Front Office Executive

    • Customer Relationship Executive

    • Relationship Manager

    • Phone Banking Officer

    • Kyc Verification Officer

    এক্ষেত্রে আপনাদের বেতন থাকছে ১২,৫০০ টাকা থেকে শুরু করে ২০,৫০০ টাকা। পাশাপাশি আপনারা pf এবং esi এর সুবিধা ও কিন্তু এখানে পেয়ে যাবেন।

    Contact : 8910484383 ( Contact HR )
    E-MAIL : office.axisbank1@gmail.com
    নবীনতর পূর্বতন

    نموذج الاتصال