জ্যামিতিক ত্রুটির সংশোধন (Geometric Correction) জিওমেট্রিক সংশোধন বলতে সংবেদক ও পৃথিবীর জ্যামিতিক (Geometry) পাতিলের জন্য যে ক্ষেত্র গাণিতিক বিচ্যুতি ঘটে তার সংশোধন ও সংবেদক দ্বারা প্রাপ্ত তথ্যকে বক্তব পৃথিবীর কো-অর্ডিনেটে (অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে) পরিবর্তন করা। পৃথিবীর গতির সঙ্গে সংবেদকের গতির এমরুস করে এবং পৃথিবীর সঙ্গে সংবেদকের জ্যামিতিগত সম্পর্ক স্থাপন করার মাধ্যমে গাণিতিক মডেল তৈরী করে এই ভাগের ত্রুটি দূর করা হয়। এইভাবে কোন স্থানের জ্ঞাত কো-অর্ডিনেট পদ্ধতির দ্বারা জিওমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে এইসব পতিগত বা এলোমেলো (random) ত্রুটি দূর করা হয়। এই ধরনের ত্রুটিগুলির উৎস হল- i) পৃথিবীর বক্রতাজনিত কারণে ii) উচ্চতাজনিত তারতম্যের কারণে iii) সংবেদক প্লাটফর্মের উচ্চতা ও গতির তারতম্যে iv) চিত্রগ্রহণের সময় পৃথিবীর ঘূর্ণনজনিত কারণে v) বায়ুমণ্ডলীয় প্রতিসরণ vi) ভূ-পৃষ্ঠের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে vii) ভূ-ভাগীয় বিচ্যুতি (relief displacement) viii) সংবেদক IFOV-এর অরৈখিক বাঁকের কারণে এবং ix) সংবেদক IFOV-এর চিত্রগ্রণের সময় সামগ্রিক দৃশ্যাবলী গ্রহণে অসমর্থ হওয়ার কারণে ইত্যাদি। জিওমেট্রিক সংশো…
Notification texts go here... Link
Reach out!