তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শিক্ষার উন্নয়নের কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষা নীতি (1986)অভিমত কি ছিল?

Alborigato
তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শিক্ষার উন্নয়নের কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষা নীতি (1986)অভিমত কি ছিল? উত্তর SC,ST, শিক্ষার উন্নয়নে কোঠারি কমিশনের বক্তব্য  স্বাধীন ভারতের সংবিধানের তপশিলি জাতি ও তপশিলির উপজাতি শিক্ষা সহ অনান্য সুযোগ ও অধিকারের কথা উল্লেখ করা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের এই সম্প্রদায়ের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ও এদের অন্যান্য সুযোগ-সুবিধা দান কে রাষ্ট্রের অন্যতম কর্তব্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এদের উন্নতিকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। কিন্তু জনসংখ্যার চাপ ও দারিদ্র্য কারণে এই সম্প্রদায়ের শিক্ষা সমস্যা প্রকট হয়ে দাঁড়িয়েছে। কোঠারি কমিশনের এবং জাতীয় শিক্ষানীতি তে এদের শিক্ষা প্রসারের বিভিন্ন গুরুত্ব দান কথা বলা হয়েছে নিজে কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি সুপারিশ গুলি উল্লেখ করা হলো- 1. সুযোগ দিন: SC,ST, সম্প্রদায় গুপ্ত ছেলেমেয়েরা বর্তমানে যে ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে আদা আরো বৃদ্ধি করতে হবে।  2. যাযাবর ও অর্ধ যাযাবরের শিক্ষা: কমিশনের মতে যাযাবর ও অর্ধ যাযাবর সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষা সুযোগ আরো …

একটি মন্তব্য পোস্ট করুন